সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে তাঁতীদলের কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে ৩১ সদস্যের নেতৃত্ব ঘোষণা সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃ*তদেহ উদ্ধার বাঁচতে চাই লিভার ক্যান্সারে আক্রান্ত হত দরিদ্র বিধবা অভিরোন দীর্ঘ বছরেও পাননি বিধবা ভাতার কার্ড কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি দেবহাটার ইছামতী নদীর ভেড়ি বাঁধ পরিদর্শনে অতিরিক্ত সচিব ড. আ. ন. ম বজলুর রশীদ দেবহাটাকে পরিস্কার- পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে বিডি ক্লিন শ্যামনগর গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন থেকে আগ্নেয় অস্ত্রের সরঞ্জামাদীসহ আটক ২ হাসপাতালে নেওয়ার পথে গর্ভবতী নারী মৃত্যু
সাকিব হোসেন ক্রাইম রিপোর্ট।
 শ্যামনগর উপজেলা র,গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের এক যুবক বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৫) রাতে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা করেছেন। উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে জলিল(২০)। পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে জলিলের ঘরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাঁড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা জলিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনায়।

গাবুরায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ*ত্মহ*ত্যা

সাকিব হোসেন ক্রাইম রিপোর্ট।  শ্যামনগর উপজেলা র,গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের এক যুবক বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৫) রাতে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা করেছেন। উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আলমগীর বিস্তারিত....

সাকিব ক্রাইম রিপোর্টার।
উপকূলের বিভিন্ন অঞ্চলে দিন দিন বাড়ছে উঠতি বয়সী তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় সুযোগ নিচ্ছে এসব তরুণ। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মরণব্যাধি ইয়াবা ও গাঁজা।
স্থানীয়দের অভিযোগ, হাতের নাগালেই এখন পাওয়া যাচ্ছে মাদকদ্রব্য। মাত্র ১০০ টাকায় মিলছে এক মোড়া গাঁজা। প্রতিদিন বিকেল ও সন্ধ্যার সময় এলাকাজুড়ে দেখা যায় গাঁজা সেবনকারীদের আনাগোনা।
এ বিষয়ে অভিভাবকরা বলেন, “কোনভাবেই আমাদের ছেলেদের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এখন গাঁজা ও ইয়াবা খুব সহজলভ্য হয়ে পড়েছে। বন্ধু-বান্ধবের মাধ্যমে তারা এসবের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।”
অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন গ্রামের কিছু অসাধু ব্যবসায়ী দূর এলাকা থেকে ইয়াবা ও গাঁজা এনে স্থানীয়ভাবে বিক্রি করছেন। এর ফলে এলাকায় অপরাধ প্রবণতা ও সামাজিক অস্থিরতা বাড়ছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও যুবকদের জন্য সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

উপকূলে উঠতি বয়সীদের মধ্যে মাদকের ভয়াবহ বিস্তার

সাকিব ক্রাইম রিপোর্টার। উপকূলের বিভিন্ন অঞ্চলে দিন দিন বাড়ছে উঠতি বয়সী তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় সুযোগ নিচ্ছে এসব তরুণ। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মরণব্যাধি ইয়াবা বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ খাঁন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, পল্লী বিদ্যুতের এজিএম স্বপন পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আবু তালেব, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজসহ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সাতক্ষীরা দেবহাটা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত....

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সরদার আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় কুরুচিপূর্ণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ইউপি সদস্য আবু হাসান বলেন, সম্প্রতি নামসর্বস্ব একটি পত্রিকায় আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ঐ সংবাদে প্রকাশ করা হয়েছে, উত্তর বেদকাশি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে
পানির ট্যাংকি বিতরনে অর্থ লেনদেনে অভিযোগ রয়েছে ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ধরনের কোন ঘটনাই আমার জানা নেই। এ ছাড়া ঐ সংবাদে আরও যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। এ ধরনের কাজের সহিত আমি কখনও জড়িত ছিলাম না, এখনও নেই। আমি দির্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি। যার সুবাধে মানুষের কল্যানে নানামুখী কর্মকান্ড করে থাকি। আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এমন মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। এতে করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সংবাদ প্রকাশের পর তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে আমার মানসম্মান নষ্ট করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের কোন লোকজন অর্থ নেওয়ার ব্যাপারে অভিযোগ করতে পারবে না। আমি এ ধরনের কোন কাজের সাথে জড়িত নাই। এমনকি এ সকল বিষয়ে সব সময় আমি প্রতিবাদ করে থাকি। সংবাদ সম্মেলনে এ ধরনের মিখ্যা ও ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অপপ্রচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

কয়রায় ইউপি সদস্যর বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনগত ব্যবস্থান দাবি

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সরদার আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় কুরুচিপূর্ণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ উক্ত ব্যক্তিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক

নিজস্ব প্রতিবেদক। সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিস্তারিত....

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী বালু মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিএম আব্দুর রউফ ও রবিউল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, এবং বাসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দলের খেলোয়াড় ও তরুণ সমাজ অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এই ধরনের খেলাধুলা তরুণদের সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

বুড়িগোয়ালিনীতে ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের খেলাধুলার আয়োজন

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি। বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী বালু মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিস্তারিত....

এম এ হালিমঃ
আসন্ন ৪ নভেম্বর সুন্দরবনের বিখ্যাত দুবলার চরে রাস পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। প্রতিবছরের মতো এবারও এই পূজা উপলক্ষে উপকূলজুড়ে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
রাস পূজাকে কেন্দ্র করে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে নৌপথে হাজারো ভক্ত দুবলার চরে আসবেন বলে আশা করা হচ্ছে। পূজার পাশাপাশি থাকবে রাস উৎসব, স্নান, আরতি, ভক্তিমূলক গান ও ধর্মীয় আচার অনুষ্ঠান।
স্থানীয় প্রশাসন ও বনবিভাগ জানিয়েছে, পূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ভক্তরা নিরাপদে যাতায়াত ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন।
রাস পূজা সুন্দরবন সংলগ্ন এলাকায় অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত, যেখানে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়ে।

দুবলার চরে রাস পূজা উপলক্ষে প্রস্তুতি শুরু

এম এ হালিমঃ আসন্ন ৪ নভেম্বর সুন্দরবনের বিখ্যাত দুবলার চরে রাস পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। প্রতিবছরের মতো এবারও এই পূজা উপলক্ষে উপকূলজুড়ে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিস্তারিত....

দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সিন্ধান্ত মোতাবেক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক হলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত সপ্তাহিক বর্তমান সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি ও খুলনা থেকে প্রতাকিশ ফুলতলা প্রতিদিনের দেবহাটা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। বুধবার ২৯ অক্টোবর বেলা ১ টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এই সিন্ধান্ত গৃহত হয়। এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ( ভারপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু, রফিকুল ইসলাম মন্টু ও শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ আল মামুন

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সিন্ধান্ত মোতাবেক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক হলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত সপ্তাহিক বর্তমান সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি ও খুলনা থেকে প্রতাকিশ ফুলতলা প্রতিদিনের বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধি।

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ কৌশলে সীমান্ত নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহৃত হয়।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান তিনি। ট্যাংকটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি আটক করে তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাক্স বানিয়ে নদীতে নেমেছিল। পরবর্তীতে জোয়ার তাকে ভাসিয়ে বাংলাদেশের মধ্যে নিয়ে আসে। আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নদীপথে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

কালিগঞ্জ প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ কৌশলে সীমান্ত নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক বীরেশ্বর বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের এক শ্রমিক খুলনায় কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন। ঠিকাদারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চিকিৎসা খরচ না পেয়ে আফজান হোসেন নামের এক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় আহত শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা নারায়নপুর গ্রামের মৃত জামাত মোড়লের ছেলে আহত শ্রমিক মোঃ আফজাল হোসেন (৪০)। তিনি অভিযোগে উল্লেখ করেন যে, সোনালি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রথম শ্রেণির ঠিকাদার আব্দুল হাকিম সরদার (৫৮) এবং তার লেবার সর্দার মোঃ ইকবাল হোসেন (৪০) এর অধীনে কাজ করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হন তিনি। ভুক্তভোগী জানান, খুলনা শহরের বউবাজার এলাকায় একটি সরকারি বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণকাজ চলাকালীন অসাবধানতাবশত তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে ঠিকাদার পক্ষ তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে মাত্র তিন দিন চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সেই সময় ঠিকাদার হাকিম সরদার প্রতিশ্রুতি দেন যে, পরবর্তীতে চিকিৎসার পূর্ণ খরচ বহন করা হবে। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো সহায়তা বা খোঁজখবর নেয়নি। বর্তমানে আফজাল হোসেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বলেন, “২৬ অক্টোবর বিকেলে আমি চিকিৎসা খরচ চাওয়ার জন্য ঠিকাদার হাকিম সরদার ও লেবার সর্দার ইকবালের কাছে গেলে তারা আমাকে ভয়ভীতি দেখায় এবং বলে ‘তোর কিছু করার থাকলে করে নিস। এ বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন,আমি তাকে খুলনা হাসপাতালে ভর্তি করেছিলাম, কিছু খরচও দিয়েছি। বাড়ি নিয়ে এসে আরো দেবো বলেছিলাম।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলেন, “একজন দিনমজুর শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এখন ঠিকাদার চিকিৎসা ব্যয় না দিলে তা অমানবিক আচরণ ছাড়া কিছু নয়। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। আহত শ্রমিক আফজাল হোসেন বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবিক সংগঠনগুলোর কাছে চিকিৎসা সহায়তা ও ন্যায়বিচার কামনা করেছেন।

কালিগঞ্জে শ্রমিক আফজাল চিকিৎসা খরচ না পেয়ে মানবেতর জীবনের অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের এক শ্রমিক খুলনায় কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন। ঠিকাদারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চিকিৎসা খরচ না পেয়ে আফজান হোসেন নামের এক শ্রমিক মানবেতর বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতীদল কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরেশপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুল ইসলাম (ছোট্টু)। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শরীফ মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম (বাবু), মথুরেশপুরে বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম (বাবু), সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী (ছোট বাবু), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (বুলু),
উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নূর ইসলাম , সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, তাঁতীদলের ‌সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ এবাদুল ইসলাম, মোঃ আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁতীদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে ১১ সদস্য বিশিষ্ট মথুরেশপুর ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে মোঃ ফারুক হোসেন-কে আহ্বায়ক ও শেখ হাফিজুল ইসলাম (ছোট্টু)-কে সদস্য সচিব করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের মথুরেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীর সরব উপস্থিতিতে সম্মেলন সম্পন্ন হয়।

কালিগঞ্জে তাঁতীদলের কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে রূপান্তর NGO পরিচালিত ইকো সুন্দরবন প্রকল্পের উদ্যোগে ইয়ুথ ফর সুন্দরবনের শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুহানি।

কমিটি সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজভিত্তিক ক্যাম্পেইন, নদী খাল পরিচ্ছন্নতা এবং প্লাস্টিকমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্ব আগামী এক বছর মাঠপর্যায়ে কাজ করবে।

ঘোষিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহসভাপতি ইয়াছিন আরাফাত, সহসাধারণ সম্পাদক স্বর্ণা আক্তার আরিফা, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার, কোষাধক্ষ্য হাসানুর রহমান মুন্না, দপ্তর সম্পাদক সায়দুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মিডিয়া সম্পাদক হেনা পারভীন, পরিবেশ সম্পাদক ইমরান হোসেন এবং শিক্ষা সম্পাদক আল মাসুদ।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন রূপান্তরের শ্যামনগর ম্যানেজার তসলিম আহমেদ টংকর, ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, রূপান্তরের শাহিনুর রহমান শাহিন এবং খালিদ মিজান লামি। তাদের উপস্থিতিতে সংগঠনটির কার্যক্রমের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ইকো সুন্দরবন প্রকল্প সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের নদনদী, খাল ও আশপাশের জনপদে প্লাস্টিক দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে, যা বন্যপ্রাণী, জলজসম্পদ এবং স্থানীয় মানুষের জীবনজীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে তরুণদের নেতৃত্বে গঠিত এই কমিটি এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত পদধারীদের পাশাপাশি অন্যান্য সদস্য মিলিয়ে মোট ৩১ জনের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। খুব শিগগিরই কমিটির আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে ৩১ সদস্যের নেতৃত্ব ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। অতঃপর বোটটি দুপুর ১ টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোর্ড টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোর্ডের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোর্ডে থাকা জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোর্ড যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর অদ্য ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল ৭ টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মৃ*তদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃ*তদেহ উদ্ধার

কৈখালী শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের লিভার ক্যান্সার আক্রান্ত অভিরন বাঁচতে চাই। দীর্ঘ বছর বিধবা হলেও পাননি বিধবা ভাতার কার্ড। অভিরন সোরা গ্রামের মৃত ওয়াজেদের স্ত্রী। সরজমিনে জানা যায় , অভিরোন বিবি লিভার ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ দিন চিকিৎসার পরেও তার শারীরিক অবস্থা ক্রমেই সংকটময় হয়ে উঠেছে। তার স্বামী বহু বছর পূর্বে মৃত্যু বরন করেন।দীর্ঘ বছর স্বামী মৃত্যু বরন করলেও এখন পযর্ন্ত পাননি বিধবা ভাতার কার্ড। একটি মাত্র কন্যা বিবাহিত । অসহায়  কষ্টও সীমাহীন । দীর্ঘ দিন ধরে লিভার রোগে আক্রান্ত তিনি নিজের চিকিৎসার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন। অভিরোন বিবির জীবনটা শুরু থেকে কষ্টের। স্বামীর মৃত্যুর পরে একটি মাত্র কন্যাকে বড় করার জন্য দিনমুজিরীর কাজ শুরু করে। অনেক কষ্ট করে মেয়েক বড় করে বিয়ে দেন। অন্যের বাড়ীতে কাজ করে কোন ভাবে তার জীবন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ অভিরোন বিবি অসুস্থ হয়ে পড়ে অসহায় হয়ে পড়েন । পরে অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে পরীা নিরীক্ষা করে ধরা পড়ে যে, তার লিভারে ক্যান্সারের জটিল রোগ। চিকিৎসার জন্য অভিরোন বিবিকে বহু থেরাপি নিতে হবে, যার খরচ প্রতি থেরাপি প্রায় ৫০ হাজার টাকা। পুরো চিকিৎসার জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা প্রয়োজন। অভিরোন বিবির উন্নত চিকিৎসা করার জন্য কোন অর্থ সম্পদ নাই। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। ১/২ দিনের ভিতরে থেরাপি না দিলে তার বেঁচে থাকা অসম্ভব হতে পারে।  অভিরোন বিবি কান্না জড়িত কণ্ঠে বলেন , আমার স্বামী দীর্ঘ বছর মৃত্যু বরন করলেও বেশ কয়েকবার অনলাইনে আবেদন করে এখন পযর্ন্ত বিধবা ভাতার কার্ডটি পেলাম না। বর্তমানে আমি মরনব্যাথি লিভার ক্যান্সার রোগে আক্রান্ত। এ সময় তিনি  শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিধবা ভাতার কার্ড ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আবেদন জানান। সমাজের দানশীল, সমাজ সেবক , স্বেচ্ছীসেবী প্রতিষ্ঠানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের  কাছে সাহায্যের আবেদন যাতে তিনি বিবি বাঁচতে পারেন। এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন বলেন, আমি ব্যক্তিগত ভাবে যতটুকু পারি আর্থিক সহযোগিতা করব এবং তার বিধবা ভাতার কার্ডটি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করব। অভিরোনের সাথে যোগাযোগ মোবাইল নং – ০১৯১১১৭৭০৩৮ , সাহায্যে পাঠানোর বিকাশ নং – ০১৩০৯৬৯৪৯০৪।

বাঁচতে চাই লিভার ক্যান্সারে আক্রান্ত হত দরিদ্র বিধবা অভিরোন দীর্ঘ বছরেও পাননি বিধবা ভাতার কার্ড

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পথ সভায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান হাফি, ও ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।

পরে কৃষ্ণনগর বাজারে ব্যবসায়ীসহ জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৮ নভেম্বর) বিকালে শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে এই আলোচনা সভা হয়। এর আগে সকাল থেকে শ্যামনগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সভাস্থলে প্রবেশ করতে থাকে।

এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমতুল্লাহ পলাশ। শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আকতারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকত আলী, সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, জহুরুল হক আপ্পু প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও এ সময় বিশেষ অতিথিদের বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কখোনোই পিছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাই নাই, বিএনপি সব সময় জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গিয়েছে।

এছাড়াও সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। এজন্য আগামী নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে জয়যুক্ত করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন দেবহাটাকর পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ জনগণসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা। দেশব্যাপী পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিন-এর দেবহাটা টিমের সদস্যরা ৭ই নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বিভন্ন পয়েন্টেন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।বিডি ক্লিন দেবহাটা টিমের প্রধান সমন্বয়ক ইমন আহসান জানান, আমাদের সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।তিনি আরো বলেন যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। আমাদের সমাজে এসব সমস্যা সমাধানের যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা আসলে এগিয়ে আসছে না। তাই আমরা শুরু করেছি আমাদের দেখে সমাজের সকল পেশার মানুষ এগিয়ে আসবে বলে আশা করি। এই সময় উপস্থিত ছিলেন ইমন আহছান (সমন্বয়ক বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম), আরমান হোসেন ( মনিটর, বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম) আরো উপস্থিত ছিলে শাহরিয়ার মাহমুদ,আকাশ,ইমন,রেজওয়ান, সৌম্য, শাহিন।

দেবহাটাকে পরিস্কার- পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে বিডি ক্লিন

নিজস্ব প্রতিবেদক।
শ্যামনগর উপজেলার গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন বড় গাবুরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় অস্ত্রের সরমজামসহ আটক করেছে ২ জন কে স্থানীয় জনতা গত (৭-১১- ২০২৫) রাতে।
পরে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় শ্যামনগর থানা পুলিশের কাছে উঠিয়ে দিয়েছে বলে জানাযায়। আটক কৃত আসামীরা হলো কয়রা উপজেলার পিতা ইব্রাহিম গাজী
, ১। বেল্লাল হোসেন ( ৩৩)খুলনা জেলার দাকোব থানার জয়নগর গ্রামের মৃত্যু জয়নাল খার ছেলে ২। আজহারুল ওরফ খানজাহান (৩৬) তাদের দেশি অস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোর্টে  প্রেরণ করেছে।

শ্যামনগর গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন থেকে আগ্নেয় অস্ত্রের সরঞ্জামাদীসহ আটক ২

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে অনিরাপদ সড়ক ও পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় এক গর্ভবতী নারী ট্রলারে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে শুক্রবার (৭ নভেম্বর) সকালে।
গাবুরার ৯ নং সোরা দৃষ্টিনন্দন এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
নদীপথের দূরত্ব ও যাত্রার সময় বিলম্বে তিনি ট্রলারের ভেতর মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গাবুরা ইউনিয়নের দক্ষিণাঞ্চল এলাকায় বসবাসরত ওই গর্ভবতী নারী হঠাৎ প্রসব ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এলাকায় উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পরিবার সদস্যরা তাকে ট্রলারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন।
 গাবুরা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ফরিদা পারভিন ঘটনা স্থানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফরিদা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন,গাবুরা ইউনিয়নে কোনো মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। সামান্য চিকিৎসার জন্যও নৌপথে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় স্থানীয়দের। আর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিলম্ব হওয়ার কারণেই অনেকেরই এভাবে প্রাণ দিতে হয়।
স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপদ সড়ক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো গর্ভবতী নারী এমন করুণ পরিণতির শিকার না হন।

হাসপাতালে নেওয়ার পথে গর্ভবতী নারী মৃত্যু