সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে দুই হাফেজের হাফেজি সমাপ্তি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগী আটক কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বিএনপির মহাসচিবের সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশীদের সাক্ষাৎ শ্যামনগরে ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে কালিগঞ্জে মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় হামলায় হাসপাতালে পাঁচজন ছুটি শেষে খোলেনি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় নওয়াঁবেকি গাতিদার কালভাট সংলগ্ন সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী কালিগঞ্জে কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  শ্যামনগর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এম এ হালিমঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসা থেকে দুই জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। তারা হলেন—আল-শারিয়া ও জুবায়ের মাহমুদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে অত্র মাদ্রাসা ভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ রেজাউল করিম।এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা নবহাফেজদের ভবিষ্যৎ জীবনে ইসলামী শিক্ষা চর্চা ও সমাজে আলোর দিশারী হয়ে উঠার আহ্বান জানান। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ জয়নাল আবেদিন।
শেষে নবহাফেজদের হাতে পবিত্র কোরআন শরীফ ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

বুড়িগোয়ালিনীতে দুই হাফেজের হাফেজি সমাপ্তি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার কয়রা কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগী আটককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনার জেলার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর ১ সহযোগীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগী আটক

কয়রাা(খুলনা)প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষে

কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ও জেজেএস ইউারসিসি টু প্রকল্পের সহযোগীতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে
র‍্যালি শেষে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, এনজিও প্রতিনিধি আঃ মালেক, মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, অশোক কুমার দাস, কুদরত উল্যাহ ফারুক বিজু, নাসির উদ্দীন, শরিফুর রহমান, তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল, মিজানুর রহমান, আতাউর রহমান, আল আমিন, আরিফা ইয়াসমিন, নূসরাত জাহান মৃনাল কান্তি প্রমুখ।

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত এর সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশী নেত্রীবৃন্দ সাক্ষাৎ করেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎ করেন, সেন্ট্রাল জাসাসের সাবেক সহপ্রচার সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এবং সরকারি গেজেটেড জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল), বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মির্জা ইয়াছিন আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহজাহান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আমিনুর রহমান মিনু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কৃষক দলের সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মাহমুদুল আলম শাহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম কবির মিঠু।

বিএনপির মহাসচিবের সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশীদের সাক্ষাৎ

আশিক হোসেন শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গি এলাকায় ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, হাওলভাঙ্গি উত্তরটুলিয়া গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র মোঃ মিঠু এর স্ত্রী
ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রবিবার (১২ অক্টোবর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, গর্ভের শিশুটি মারা গেছে।
১০নং আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজার এর গ্রাম্য ডাক্তার মোঃ মাসুম বিল্লাহ এর ভুল চিকিৎসার কারণে গর্ভের ছয় মাসের সন্তান নস্ট হয়ে গেছে। পরিবারের অভিযোগ, স্থানীয় গ্রাম্য ডাক্তার মাসুম বিল্লাহর ভুল চিকিৎসার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর ভাই সবুজ হোসেন জানান, “মাসুম বিল্লাহ আমার ভাবিকে কয়েকদিন আগে ইনজেকশন ও ওষুধ দেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন শিশুটি আর বেঁচে নেই।”
এ বিষয়ে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার মাসুম বিল্লাহ বলেন, “আমি এক সপ্তাহ আগেই রোগীকে চিকিৎসা করেছি এবং ইনজেকশন দিয়েছিলাম। আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার কিছু করার ছিল না।”
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় অনেক অপ্রশিক্ষিত চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছেন, যা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তারা প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাছাড়া আরও দাবি তোলেন এ সমস্ত ডাক্তারদের অপসারণ করা উচিত যাতে করে পরবর্তীতে এমনভাবে আর কোন মায়ের সন্তানের মৃত্যু না হয়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এমন অভিযোগ আমার কাছে আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগরে ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় হামলার ঘটনায় পাঁচজন হাসপাতালে। ঘটনাটি উপজেলার কালিকাপুর গ্রামে ঘটেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের নজর এড়িয়ে স্থানীয় একটি চক্র অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সচেতনমহল হীন কাজের প্রতিবাদ করলেও বন্ধ হয়নি তাদের মাদক ব্যবসা ও সেবন। বৃহস্পতিবার বিকেলে কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন এলাকার মৎস্য ব্যবসায়ী মুকুল ঢালী, আইয়ু আলী, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, মাদক বিক্রির প্রতিবাদ করলে চক্রটির সদস্যরা প্রতিবাদকারিদের বেদম মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মারাত্মক যখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আজগার আলী, আলাউদ্দীন, নাসির উদ্দীন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন ও মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী বিষয়টি স্থানীয়ভাবে নিষেধ ও প্রতিবাদ করলেও তারা উল্টো হুমকি ধামকি দিয়ে শান্তি ভঙ্গের পরিস্থিতি সৃষ্টি করে। একপর্যায়ে জাহাঙ্গীর গং আয়ুব আলীসহ প্রতিবাদ কারীদের বেধড়ক মারপিট করায় পাঁচজন মারাত্মক যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় মাদক ব্যবসা বন্ধের জন্যে জোর দাবি জানিয়েছে।

কালিগঞ্জে মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় হামলায় হাসপাতালে পাঁচজন

কালিগঞ্জ প্রতিনিধিঃ-

ছোট ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি মেঝো ভাই প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা জি, এম শফিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক। বড় ভাই ওই স্কুলের নৈশ প্রহরী রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১২দিনের ছুটি শেষ হয়েছে। এই লম্বা ছুটি শেষ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সকল স্কুল, মাদ্রাসা, কলেজ খুললেও কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় যেয়ে দেখা গেছে প্রধান ফটক সহ তালাবদ্ধ অবস্থা বিরাজ করছে পুরা স্কুল। দেখা মিলেনি কোন ছাত্রী শিক্ষক শিক্ষিকাকেও। বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সরেজমিনে কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এমন ঘটনা দেখতে পাওয়া যায়। তালাবদ্ধ স্কুলে দেখা মেলেননি কোন-ছাত্রী বা শিক্ষকসহ কর্মচারীদেও। তবে ওই সময় দেখা মেলে ব্রাক এনজিও সাদপুর শাখা ব্যবস্থাপক বঙ্কিমচন্দ্র তরফদারের সাথে। তিনি ছাত্রীদের নিয়ে হ্যান্ডওয়াশ প্রোগ্রামের জন্য আলোচনা করতে এসে স্কুলের তালাবদ্ধ দেখে হতবাক হয়ে ফিরে যান। এ বিষয়ে তালাবদ্ধ প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম শফিকুল ইসলামের নিকট ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কিছু জানেন না বলে এ প্রতিনিধিকে জানান। উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের নিকট জানতে চাইলে তিনিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। গত সপ্তাহ জুড়ে অত্র স্কুলের নৈশ প্রহরী ছাড়া পূজার ছুটির ১২দিনব্যাপী ২৪ ঘন্টা বিদ্যালয়ের একটি বাতি জ্বালানো থাকলেও খোঁজ নেয়নি কেউ। ঐ স্কুলের প্রধান শিক্ষক বহুল বিতর্কিত আওয়ামীলীগ নেতা শফিকুলের বিরুদ্ধে রয়েছে বিস্তার অভিযোগ। নানাবিধ অনিয়ম দুর্নীতি ও অর্ধ কোটি টাকার ঘুষ বাণিজ্যে এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে । অভিভাবক, শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে স্কুল ও সড়ক অবরোধের কারণে দীর্ঘদিন পালিয়ে গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে শিক্ষার্থী, অভিভাবকদের বিচারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ থেকে মুক্তি মেলে সাধারণ জনতার। গত ২৭ সেপ্টেম্বর-২৫ সকালে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নিকট তার আপন ছোট ভাই মনিরুজ্জামান নিজের জমি চাইতে গেলে সে এবং বড় ভাই রফিকুল ইসলাম মিলে তাকে বেধড়ক পিটিয়ে, কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনার মামলায় বড় ভাই কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। এরপর হতে মেজ ভাই প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পালিয়ে থাকলেও তাকে আর দেখা মেলেনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

ছুটি শেষে খোলেনি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার কলবাড়ি থেকে নওয়াঁবেকি যেতে গাতিদার ব্রিজ সংলগ্ন  সড়কের অবস্থা এখন বেহাল। প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে, কোথাও কোথাও ভাঙা ইটের টুকরো আর জমে থাকা পানি যেন দুর্ঘটনার ফাঁদ তৈরি করেছে। এতে যাত্রী ও পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে পানি জমে থাকে, ফলে মোটরসাইকেল, অটোভ্যান ও পিকআপসহ ছোট যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
কলবাড়ি বাজারের আব্দুল জলিল সহ কয়েকজন কাঁচা মাল ব্যবসায়ী বলেন, “এই রাস্তাটা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন আমরা মাল আনা নেওয়া করতে যেয়ে পড়তে হচ্ছে মহাবিপাকে। আমরা প্রশাসনের কাছে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।
অন্যদিকে, এলাকার শিক্ষক জানান, “বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের জন্য এই রাস্তা সবচেয়ে বড় ভোগান্তি। সকাল-বিকেল বৃষ্টির পানি আর কাদা মাড়িয়ে যেতে হয়।”
এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রয়েছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানানো হয়েছে, “রাস্তাটি সংস্কারের জন্য ঠিকাদার কাজ ছেড়ে চলে গেছে আমরা ওই ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, না হলে নতুন করে প্রস্তাব পাঠানো হবে, অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।

নওয়াঁবেকি গাতিদার কালভাট সংলগ্ন সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, শিক্ষিকা কনিকা সরকারসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমিতির সভানেত্রী। উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রধান, সূধী ও সদস্যরা।বক্তব্যে ইউএনও বলেন- সমাজে কন্যাশিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করা এবং তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য অধিকার নিশ্চিত করা। এই দিবসটি কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।

কালিগঞ্জে কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

বাঙালি হিন্দু পরিবারের অধিষ্ঠাত্রী আরাধ্য দেবী কোজাগরী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। দেবী স্বর্গে স্বর্গলক্ষ্মী। রাজগৃহে রাজলক্ষ্মী। গৃহে তিনি গৃহলক্ষ্মী। পূর্ণিমার চাঁদের আলোয় যখন চারিদিক আলোকিত হয়ে অন্ধকার দূরীভূত হয়, তখন উলু, শঙ্খধ্বনিসহকারে প্রতিটি বাঙালি হিন্দু পরিবারের গৃহে গৃহে স্ব-স্ব রূপিণীতে ‘মা লক্ষ্মীর’ পূজা অনুষ্ঠিত হয়।

“জেলেখালী ভাই ভাই সংঘ” এর ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে “জেলেখালী ভাই ভাই সংঘ” এর আয়োজনে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। “জেলেখালী ভাই ভাই সংঘ” এর মাঠ প্রাঙ্গনে উক্ত ২ দিন ব্যাপী অনুষ্ঠান ০৬ই অক্টোবর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং ০৭ই অক্টোবর ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। ২য় দিনে দুপুর ২টায় গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় ভাগবত পাঠ করেন শ্রীমতি রাই কিশোরী দাসী ও রাত ৯ টায় রামায়ণ আলোচনা করেন কীর্তনীয়া সোমা সরকার।

জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) এর সভাপতিত্বে সোমবার (০৬ই অক্টোবর) কোজাগরী লক্ষ্মী পূজার পরে জেলেখালী ভাই ভাই সংঘের ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সিগঞ্জ কলেজের প্রভাষক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আশেক-ই-এলাহী মুন্না, শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাঃ নূরজাহান পারভীন ঝর্ণা।

২য় দিনে ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রাজ্জাক সরদার, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, মডান ক্লিনিকের পরিচালক তপন কুমার বিশ্বাস প্রমুখ।

অন্যান্যদের মধ্যে সাংবাদিক সুলতান শাহজাহান, কাঁচড়াহাটী ডি,কে,বি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার মন্ডল, জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সহ-সভাপতি ভুবন পরমান্য, সাধারণ সম্পাদক সাধন কুমার পরমান্য, সাংগঠনিক সম্পাদক সুদর্শন কুমার বাপ্পি সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয়

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, শিক্ষিকা কনিকা সরকারসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমিতির সভানেত্রী। উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রধান, সূধী ও সদস্যরা।বক্তব্যে ইউএনও বলেন- সমাজে কন্যাশিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করা এবং তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য অধিকার নিশ্চিত করা। এই দিবসটি কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।

কালিগঞ্জে কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

খেলাধুলা

রাজনীতি

নিজস্ব প্রতিনিধি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত এর সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশী নেত্রীবৃন্দ সাক্ষাৎ করেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎ করেন, সেন্ট্রাল জাসাসের সাবেক সহপ্রচার সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এবং সরকারি গেজেটেড জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল), বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মির্জা ইয়াছিন আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহজাহান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আমিনুর রহমান মিনু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কৃষক দলের সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মাহমুদুল আলম শাহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম কবির মিঠু।

বিএনপির মহাসচিবের সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশীদের সাক্ষাৎ

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার

কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির মেম্বর আফছার আলী গ্রেপ্তার। সে থানা এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত গনি মোড়লের ছেলে। ছাড়াতে তদবিরে নেমেছেন বিএনপির নেতা পরিচয়দানকারী একটি চক্র।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নাশকতার পরিকল্পনা ও নিজ বাড়িতে আওয়ামীগের গোপন বৈঠক করার অভিযোগে আটক করা হয়েছে আফছার উদ্দীনকে। সোমবার (২১ জুলাই-২৫) দুপুরে তার নিজ বাড়ি থেকে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করেন। আটকের বিষয়ে কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আফছার উদ্দীনের বিরুদ্ধে নিজ বাড়িতে আওয়ামীগের নেতাদের নিয়ে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে কালিগঞ্জ থানা এলাকার কোনো ডেভিল আটক হলে তদবির আমলে নেওয়া হবেনা আমি কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকে চেষ্টা করছি থানা এলাকার মানুষ যেনো নিরাপত্তার সহিত শান্তিতে থাকতে পারে। থানা পুলিশকে সাথে নিয়ে দুই একটি চুরি ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি।

কালিগঞ্জে যুবলীগ নেতা আফছার উদ্দীনকে আটক করেছে থানা পুলিশ

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই ২৪ শহীদের স্মরণে

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, মুজাহিদুল ইসলাম ইমন,সহ ছাত্রদলের- মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন,আলমগীর হোসেন বাদশা, মাকসুদুল, আব্দুল কাদের, শাহজামাল, রিপন, আশিকুর রহমান বাবু, এনামুল, মহিনুর, বাপ্পি, সোহাগ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ

কালিগঞ্জ প্রতিনিধিঃ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চৌমুহনী হাট চত্বরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ যে কোন অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়নের দ্বায়িত্বরত এস আই রাজীব সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন জামায়ের সেক্রেটারী ও দারুল উধূম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারঃ) মাওলানা মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী কাজলা গরীবুল্লাহ দাখিল মাদ্রাসার সুপার জামায়াত নেতা মাওঃ শওকত হোসেন, চৌমুহনী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল কাদের, গ্রাম্য চিকিৎসক শ্যামল চন্দ্র ও অসিত কুমার মন্ডল। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুদেব পাল, উপ পরিদর্শক প্রদীপ, উপ পরিদর্শক নাজমুল, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক সেক্রেটারী কামরুজ্জামান হাবিব, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিমসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শতশত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

কালিগঞ্জের বিষ্ণুপুরে মাদক ও সন্ত্রাস দমনে থানা পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে সরকার উৎক্ষাতের পরিকল্পনা, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরোধীতা ও বিস্ফোরক  দ্রব্যাদি মজুদ রাখার অপরাধে মামলায় শেখ মোজাহার হোসেন কন্টুকে আটক  করেছে। তিনি উপজেলা সদরের বাজারগ্রামের মৃত শেখ মোস্তফা হোসেনের ছেলে ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক। থানা ও পরিবার সূত্র জানাগেছে, রবিবার (১৫ জুন) দুপুরে থানা এলাকার নাজিমগঞ্জ বাজার থেকে কালিগঞ্জ থানা পুলিশ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। তাকে গত বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার নলতা ইন্দ্রনগর গ্রামের শেখ আকবর আলীর ছেলে শেখ মহিবুল্লাহ বাদী হয়ে দায়েরকৃত মামলায় আটক করা হয়েছে। এ্যাডঃ  শেখ মোজাহার হোসেন কান্টুর স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্যা রোজিনা কান্টু বলেন কান্টু সাহেব অসুস্থ্য আছেন, তাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে।

কালিগঞ্জের কান্টুকে আটক করেছে থানা পুলিশ

হাফিজুর রহমান শিমুলঃ

১৩ জুলাই ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নলতা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে নারী কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টায় নলতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, নলতা ইউনিয়ন কৃষকদল যুগ্ম আহবায়ক
মাষ্টার শাহীনুর রহমান, সদস্য সচিব হাবিকুল ইসলাম। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, কালিগঞ্জ উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ, নলতা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব আহাদ আলী, সেলিম পাড়, আজাদ, হাফিজ, রুহুল কুদ্দুস, সবুর প্রমুখ। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান ও আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শতশত নারী পুরুষ অংশগ্রহন করেণ।

কালিগঞ্জের নলতায় কৃষকদলের উদ্যোগে নারী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পুরাতন সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাস্থ্য

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় হামলার ঘটনায় পাঁচজন হাসপাতালে। ঘটনাটি উপজেলার কালিকাপুর গ্রামে ঘটেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের নজর এড়িয়ে স্থানীয় একটি চক্র অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সচেতনমহল হীন কাজের প্রতিবাদ করলেও বন্ধ হয়নি তাদের মাদক ব্যবসা ও সেবন। বৃহস্পতিবার বিকেলে কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন এলাকার মৎস্য ব্যবসায়ী মুকুল ঢালী, আইয়ু আলী, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, মাদক বিক্রির প্রতিবাদ করলে চক্রটির সদস্যরা প্রতিবাদকারিদের বেদম মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মারাত্মক যখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আজগার আলী, আলাউদ্দীন, নাসির উদ্দীন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন ও মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী বিষয়টি স্থানীয়ভাবে নিষেধ ও প্রতিবাদ করলেও তারা উল্টো হুমকি ধামকি দিয়ে শান্তি ভঙ্গের পরিস্থিতি সৃষ্টি করে। একপর্যায়ে জাহাঙ্গীর গং আয়ুব আলীসহ প্রতিবাদ কারীদের বেধড়ক মারপিট করায় পাঁচজন মারাত্মক যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় মাদক ব্যবসা বন্ধের জন্যে জোর দাবি জানিয়েছে।

কালিগঞ্জে মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় হামলায় হাসপাতালে পাঁচজন

শ্যামনগর, সাতক্ষীরা।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহ সেবক আব্দুল মজিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন,
মোঃ মারুফ হোসেন, পিতা- মৃতঃ শহিদুল ইসলাম, গ্রামঃ- গুমানতলী, পোষ্টঃ- ঈশ্বরীপুর, শ্যামনগর, সাতক্ষীরা অসুস্থ্য হয়ে আব্দুল মজিদের কাছে চিকিৎসা গ্রহন করেন। পরবর্তীতে তার অভিযোগ অনুযায়ী তার পা কর্তন করতে হয়। তিনি আব্দুল মজিদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করে।
পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ, খুলনা।
 সিভিল সার্জন, সাতক্ষীরা।
আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
তদন্ত কমিটিকে আগামী ০৩ কর্ম দিবসের মধ্যে যথাযথ তদন্ত পূর্বক লিখিত আকারে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
 এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে সহ সেবক আব্দুল মসজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি এবং আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এটা আমি জানি।

সহ সেবক আব্দুল মজিদের ভুল চিকিৎসার কারণে রুগীর পা কর্তন করতে হয় অভিযোগে তদন্ত কমিটি গঠন

বিস্তারিত....

Top