গাবুরা মার্টেলো মহোউৎসব ২০২৫ আট দলীয় ফুটবল একাদশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাবুরা জি, এল, এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে।
ইউপি সদস্য এমাম হাসান এর সভাপত্তিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার পি,বি, আই সাতক্ষীরা রেজাউল হোসাইন রেজা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজাক, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাতসহ অতিথি গণ।
সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তার এক দিকে ছিল সুর্যোদয় ক্রীড়াচক্র ফুটবল একাদশ অপর দিকে ছিল খুলনাস্ত এসএম বি ফুটবল একাদশ, উক্ত সেমিফাইনাল খেলায় খুলনাস্ত ফুটবল একাদশ কে ২/১ গোলে সুর্যোদয় ক্রীড়াচক্র ফুটবল একাদশ জয়লাভ করে, খেলাটি পরিচালনা করেন

Leave a Reply