আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবয়” এ শ্লোগানকে সামনে রেখে শত শত সমবায়ীর উপস্হিতিতে ও অংশগ্রহনে গতকাল দেবহাটা সমবায় দপ্তরের আয়োজনে পালিত হলো সমবায় দিবস।আলো ছড়ানো আয়োজনে সমবায়ীদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,মিডিয়া কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থতির মাধ্যমে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। সকাল দশটায় নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে ও সমবায় কর্মকর্তা মনোজিত কুমারের ব্যবস্থপনায় একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলেচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা। সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কুলিয়া কৃষি সমিতির বাসুদেব বাবু,দেবীশহরের শরৎ চন্দ্র ঘোষ,সখিপুরেরর সালাহ উদ্দীন,পারুলিয়ার রবীন্দ্রনাথ প্রমূখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সাবেক সদস্য ইমরান বাশার প্রমূখ।প্রধান অতিথি সহ বক্তার বলেন,সমবায় আত্ননির্ভরশীলতার মাধ্যম।দশে মিলে করি কাজ হারিজিতি নাহি লাজ এই মহাবাক্য সমবায়ীদের মাঝে জাগরুক ঘটুক। সমবায় দিবসে উপস্হিত সহ সংশ্লিষ্ট সকলো প্রতি কৃতঙ্গতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডল।
Leave a Reply