সংবাদ শিরোনামঃ
অফিস না করে বেতন তোলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

অফিস না করে বেতন তোলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

শ‍্যামনগর প্রতিনিধিঃ

ছুটি নেই তবুও অফিসে বসেন না সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত ৷ এদিকে সময় মত হাজিরায় উপস্তিত দেখিয়ে বেতন তুলে নেন তিনি।

টানা ৭ দিন অফিসে গিয়ে খোঁজ মিললো না নূর মোহাম্মদ তেজারতের ৷ তিনি অফিস করেন না এটা নতুন কথা নয় বলে জানান তার সহকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক তার অফিসের একাধিক ব্যক্তিরা জানান, আধিপত্য ও প্রভাব দেখিয়ে তিনি এভাবেই অফিস করেন ৷  তিনি নিজের খেয়াল খুশিমত অফিস করে থাকেন ৷ বিষয়টি নিয়ে শুধু উপজেলা নই জেলা প্রশাসনও অবগত আছেন ৷ তারপরও ব্যবস্থা গ্রহন করেননি কর্তৃপক্ষ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত এভাবে অফিস ফাঁকি দিয়ে প্রায় সময় পরিবারের সাথে সময় কাটাতেন ৷ ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রবিবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত শ্যামনগর হতে কালিগঞ্জ অভিমুখে মৌতলার সন্নিকটে দুটি চলন্ত মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন ৷ পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন ৷ সেই থেকে তিনি এখনো পর্যন্ত অসুস্থ বলে জানা গেছে।

নাম প্রকাশে কয়েকজন শিক্ষক জানান, প্রায় সময়  অফিসে গিয়ে বসে থাকতে হয়।ওনার অবর্তমানে অফিস সহায়ক দিয়ে কাজ মেটাতে হয়। স্বাক্ষর নিতে বাসায় যেতে হয় ৷ আমরা খুবই হয়রানী হচ্ছি।প্রকাশ্য এগুলো ঘটলেও দেখার কেউ নেই।

শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সাথে মোবাইলে যোগাযোগ করলে বরাবরই তার স্ত্রী ফোন রিসিভ করেন ৷ তার স্ত্রী ফোনে তার অসুস্থতার বিষয় জানান ৷ কিন্তু তিনি কি আদৌ অসুস্থ? এমন প্রশ্ন সকলের মুখে।

তবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, তিনি কোন ছুটিতে নেই ৷ আমি এরকম অভিযোগ শুনেছি ৷ আপনি একটু ফোনে যোগাযোগ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড