প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:২৫ পি.এম
গাবুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত
এম এ হালিম।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গাবুরা ইউনিয়নের চকবারা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। এছাড়া স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, তরুণ সমাজ ও সাধারণ জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ সংস্কৃতির দিকে উদ্বুদ্ধ করা এবং ইসলামি জীবনবোধে অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫