সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক এবং জিম্মি থাকা ২ জন জেলে উদ্ধার কয়রায় অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে অস্ত্র, মাদকসহ দুই সহোদর আটক শ্যামনগরে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার -১ কালিগঞ্জে রিডা হাসপাতালের বর্ষপূর্তিতে চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর ০২ সহযোগী মুক্তাগাছা উপজেলা হতে যৌথ বাহিনী কর্তৃক ঢাকা হতে অপহৃত নাবালিকা কিশোরীকে উদ্ধার মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ ডিএনসি ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার
হাফিজুর রহমান শিমুল সাংবাদিকতার পাশাপাশি বিএনপি”র নিবেদিত প্রাণ

হাফিজুর রহমান শিমুল সাংবাদিকতার পাশাপাশি বিএনপি”র নিবেদিত প্রাণ

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের প্রথিতযশা সাংবাদিক, জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদলের থেকে বেড়েউঠা জনবান্ধব নেতা মোঃ হাফিজুর রহমান শিমুল দলের দুর্দিনে দুঃসময়ে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে হামলা, মামলা আর নানান হয়রানীর স্বীকার হয়ে আর্থিক ও মানষিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব বিষয় নিয়ে সাংবাদিক নেতা ও বিএনপির নেতা এম হাফিজুর- রহমান শিমুলের সাথে কথা হলে তিনি বলেন-আমি সাবেক:-সাধারণ সম্পাদকঃ বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদল। সাধারণ সম্পাদকঃ কালিগঞ্জ কলেজ ছাত্রদল। যুগ্ন আহবায়কঃ কালিগঞ্জ উপজেলা ছাত্রদল। সিনিঃ সহ সভাপতিঃ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদল। যুগ্ম আহবায়কঃ কালিগঞ্জ উপজেলা যুবদল। নির্বাহী সদস্যঃ সাতক্ষীরা জেলা যুবদল। যুগ্ম সাধারণ সম্পাদকঃ সাতক্ষীরা জেলা যুবদল। সাংগঠনিক সম্পাদকঃ বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি। যুগ্ম সম্পাদকঃ বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি। সিনিঃ যুগ্ম আহবায়কঃ বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি।তথ্য বিষয়ক সম্পাদকঃ উপজেলা বিএনপি কালিগঞ্জ। সহ তথ্য বিষয়ক সম্পাদকঃ সাতক্ষীরা জেলা বিএনপি।এছাড়াও উপজেলা মৎ্স্যজীবি দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে থেকে আন্দোলন সংগ্রামে সরব অংশগ্রহন করেছি। এছাড়াও পুলিশ আর আওয়ামী হায়েনাদের রক্তচক্ষু উপেক্ষা করে জেলা যুবদলের সাবেক সভাপতি, বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব মহোদয়ের নির্দেশনায় শ্যামনগর উপজেলা যুবদলের সাংগঠনিক টিমের প্রতিনিধির দায়িত্ব পালন করেছি যথাযথ ভাবে।
কালিগঞ্জ প্রেসক্লাবে তিনবার সাংগঠনিক সম্পাদক ছিলাম, তিনবারের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানেও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছি। জাতীয় সাংবাদিক সংস্থা ও জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর উপজেলা সভাপতি এবং সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে নিষ্ঠার সাথে কলম সৈনিক হিসাবে কর্মরত আছি অতি সুনামের সাথে।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করে আসছি বলেই ২০১৩ -১৪ সালের হত্যা, পুলিশবাদীসহ ৬ টি জিআর ও ৩টি সিআরপি মিথ্যা মামলা দায়ের করে আমার বিরুদ্ধে। এখানেই ক্ষ্যান্ত হয়নি আওয়ামী গুন্ডারা, প্রকাশ্যে কালিগঞ্জের প্রত্যাশা কম্পিউটার এর সামনে ছাত্রলীগ ও যুবলীগের চিহৃিত সন্ত্রাসীরা আমাকে এলোপাতাড়ী ভাবে ব্যাপক মারপীট করে যখম করে ফেলে। আমি কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে ভর্তি হলেও সেখান থেকে হুমকী ধমকী দিয়ে বাহির করে দেয়। এহেন ঘটনায় সন্ত্রাসীদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলেও তৎকালীন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও তার সাঙ্গ পাঙ্গরা আমাকে মেরে ফেলার হুমকী দিয়ে মামলা তুলে নিতে চাপ দেয় এমনকি জোর করে সাদা কাগজে আ’লীগ অফিসে ফেলে স্বাক্ষর করিয়ে নেয়।
আমাকে হত্যার লক্ষ্যে কালিগঞ্জ থেকে উত্তর শ্রীপুরে যাইতে পতিমধ্যে টেউরপাড়া নামক সড়কের উপর ফেলে আওয়ামী সন্ত্রাসীরা আমাকে মারপীট ও যখম করে। একইসাথে আমার পায়ের যয়েন্ট ছাড়িয়ে ফেলে। থানা পুলিশ আমাকে উদ্ধার করে প্রাথমিক ভাবে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করলেও ঐরাতেই সদর হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করেণ। সেখানে টানা ২১দিন চিকিৎসা সেবা নিয়ে আমি বাড়িতে ফিরি। এখনও পায়ের যয়েন্টের ব্যাথায় মাঝেমধ্যে অসুস্থ্য হয়ে পড়ি। মহান রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ।
ত্যাগ ও জীবনের উপরদিয়ে নানান ষড়যন্ত্র আর হয়রানীর বিনিময়ে আল্লাহ আমাকে রাজনৈতিকভাবে এই পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন, শত সহস্র মানুষের ভালবাসা পেয়েছি। আমি ধন্য এইজন্যেই বলি আলহামদুলিল্লাহ! আমি, আমার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের সিনিয়র ও তৃণমূলের সকল নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞ।

স্বৈরাচার পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকার পালিয়েছে কিন্তু আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আজও থেমে নেই। আমার অপরাধ সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করার পাশাপাশি নিজ দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকি। পেশায় সাংবাদিকতা করি বলেই আমাকে সকল অনুষ্ঠানমালায় যাইতে হয়, গেছিও। এমনকি জাতীয় ও স্থানীয় অনেক অনুষ্ঠানে উপস্থাপনাও করতে হয়। সেকারণে স্টেজের সকলের সাথে আমার ছবিটাও ক্যামেরাবন্দী হয়। তার মানে এই নয়যে আমি আমার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে কারোর হয়ে গেছি। এটা নিয়ে যে বা যাহারাই কথা তোলেন তারা দলের জন্যে আদৌ কি অবদান রেখেছেন। তাদের বিরুদ্ধে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আমলের একটিও রাজনৈতিক মামলা হয়েছে কিংবা একটি জিডিও হয়েছে এমন ডকুমেন্ট কি দেখাতে পারবেন?
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মোতাবেক কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের পাশে যাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠানমালার উপস্থাপনাও করছি। এ কারণেই উপজেলার মধ্যে হাতে গোনা আওয়ামী সময়কালের দোসর দুই চারজন ব্যাক্তি আক্রোশে আমাকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আমি তাদের হীন অপ -প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

সম্প্রতি “জাতীয় নাগরিক কমিটি” নামক একটি প্যাডে কালিগঞ্জ উপজেলা (সাতক্ষীরা) প্রতিনিধি কমিটিতে “জুলাই-২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত আন্দোলন কারীর সমন্বয়ে গঠিত প্রতিনিধি কমিটি”র তালিকায় আমাকে না জানিয়ে আমার নাম রেখেছে। যা আমার অজান্তে ও অজ্ঞাতসারে, সুতরাং আমি উক্ত কমিটির প্রতিনিধির পদ থেকে (২) সম্পুর্ণ স্বজ্ঞ্যানে অন্যের বিনা প্ররোচনায় পদত্যাগ করছি। বিগত দিনেও একমিটির কেহ আমাকে কোথাও আহবান করেনি ভবিষ্যতেও কেহ এ পরিচয়ে আমাকে আহবান করবেন না আশাকরি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলাম আগামীদিনেও শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকতে চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক এবং জিম্মি থাকা ২ জন জেলে উদ্ধার।

রবিবার ২০ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগীরা খুলনার দাকোপ উপজেলাধীন সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ১৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১১ টায় কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ মোঃ শাজাহান মোল্লা (৪৮) কে আটক করা হয়।

এছাড়া আজ ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত ৩ টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকা হতে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোঃ সুমন হাওলাদার (৩০) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে।

অপর দিকে কোস্ট গার্ডের সাঁড়াশী অভিযানে আজ ২০ এপ্রিল ২০২৫ তারিখ ভোর ৫ টায় সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর নিকট জিম্মি থাকা ০২ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা গত ৮ এপ্রিল ২০২৫ তারিখ হতে ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলো বলে জানা যায়। উদ্ধারকৃত জেলে আজিজুল শেখ (৫৫) এবং আলম গাজী (৩৭) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

আটককৃত ব্যক্তি মোঃ শাজাহান মোল্লা (৪৮) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা এবং
মোঃ সুমন হাওলাদার (৩০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক এবং জিম্মি থাকা ২ জন জেলে উদ্ধার

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ সরকারী ও বেসরকারি উন্নয় কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যয়ন ও ভবিষাৎ পরিকল্পনা নির্ধারণে কয়রায়  ইউনিয়ন পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

রবিবার (২০এপ্রিল) সকাল ১১ টায় ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ডরপ ইনক্রিজিং এক্সেস  প্রকল্পের আয়োজনে এ পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল -মাহমুদের  সভাপতিত্বে ও ডরপ প্রকল্পের মহারাজপুর ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার  অপূর্ব রায় পবিত্র’র সঞ্চলনায় পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী,  ইউপি সদস্য বিভূতি বিশ্বাস,ইউসুফ আলী,কামাল হোসেন, মাওঃ মাসুদুর রহমান  , ডরপের সহকারী ইন্জিনিয়ার প্রতিস কুমার সাহা ,কয়রা ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মশিউর রহমান , জিয়াউর রহমান, আতাউর রহমান, আমেনা খাতুন, রিংকু, পারভীন আক্তার প্রমুখ।পরিকল্পনা সভায় শিক্ষক, সাংবাদিক, ও কমিউনিটি পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।

কয়রায় অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জননেতা জনাব তারেক রহমানের ঘোষীত ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার মহৎপুর হাটখোলায় কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাসান আলী সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুলফিকার আলী সাঁপুই, রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরু, যুগ্ম আহবায়ক সৈয়দ হাসানাত আলী, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি সদস্য এনামুল হক এনাম, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব রেজাউল ইসলাম, বিষ্ণুপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, সদস্য সচিব আজিজুর রহমান, কৃষ্ণনগর বিনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছট্টু, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবুল কালাম গাজী, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশীদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, কুশুলিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক ডাঃ কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল মামুন বাবু, যুবনেতা হাসানুর রহমান প্রমুখ। এসময় কালিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতশত সাধারণ মানুষ অংশগ্রহন করেণ। এসময় বক্তাগন বলেন চব্বিশ এর গনআন্দোলনে দেশ ২য়বার স্বাধীনতার পরে বিএনপির পরিচয়ে অনেক নেতার আবির্ভাব ঘটেছে। যাদের অপতৎপরতা আর দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এক্ষুনি তাদের গতিরোধ না করলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে বিশ্বাস করি। আজকে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছি তারা বিগত হাসিনা পতন আন্দোলনে রাজপথে ছিলাম বলেই হামলা, মামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট অগ্নি সংযোগের শিকার হয়েছি। আমরা আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করবো ইনশাআল্লাহ।

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

“স্বাস্থ্য সবার অধিকার” এই মানবিক অঙ্গীকার কে সামনে রেখে রিডা হাসপাতালের কালিগঞ্জে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ উপজেলায় ১’শ জন অসহায় পরিবারের চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রিডা হাসপাতাল এর আয়োজনে হাসপাতাল চত্তরে আনুষ্ঠানিক ভাবে শ্যামনগর মহসিন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কার্ড বিতরণ ও কর্মী মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিডা হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিডা হাসপাতালের প্রতিষ্ঠাতা (সিও) আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রামনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সরদার, রিডা হাসপাতালের প্রধান উপদেষ্টা উৎপল কুমার, শেয়ারহোল্ডার মাসুদ খাঁন ও হাসানুজ্জামান সুজন প্রমুখ। কালিগঞ্জের পাওখালি মোড়স্থ রিডা হাসপাতালের এক বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ ১’শ জন অসহায় পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হেল্প চ্যারাটি কার্ড বিতরণের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩৫ জনকে হেল্প কাড প্রদান করা হয়েছে। অদ্য সন্ধ্যায় রিডার কর্মীদের মূল্যায়ন সভা, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বক্তারা বলেন রিডা হাসপাতাল শুধু একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি সামাজিক প্রতিশ্রুতির নাম যেখানে চিকিৎসা নয় মনুষ্যত্বই প্রথম। রিডা হাসপাতাল স্বল্পমূল্যে সাধারণ মানুষের সেবার পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কালিগঞ্জে রিডা হাসপাতালের বর্ষপূর্তিতে চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিজস্ব প্রতিবেদকঃ

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক এবং জিম্মি থাকা ২ জন জেলে উদ্ধার।

রবিবার ২০ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগীরা খুলনার দাকোপ উপজেলাধীন সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ১৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১১ টায় কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ মোঃ শাজাহান মোল্লা (৪৮) কে আটক করা হয়।

এছাড়া আজ ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত ৩ টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকা হতে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোঃ সুমন হাওলাদার (৩০) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে।

অপর দিকে কোস্ট গার্ডের সাঁড়াশী অভিযানে আজ ২০ এপ্রিল ২০২৫ তারিখ ভোর ৫ টায় সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর নিকট জিম্মি থাকা ০২ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা গত ৮ এপ্রিল ২০২৫ তারিখ হতে ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলো বলে জানা যায়। উদ্ধারকৃত জেলে আজিজুল শেখ (৫৫) এবং আলম গাজী (৩৭) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

আটককৃত ব্যক্তি মোঃ শাজাহান মোল্লা (৪৮) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা এবং
মোঃ সুমন হাওলাদার (৩০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক এবং জিম্মি থাকা ২ জন জেলে উদ্ধার

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ সরকারী ও বেসরকারি উন্নয় কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যয়ন ও ভবিষাৎ পরিকল্পনা নির্ধারণে কয়রায়  ইউনিয়ন পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

রবিবার (২০এপ্রিল) সকাল ১১ টায় ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ডরপ ইনক্রিজিং এক্সেস  প্রকল্পের আয়োজনে এ পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল -মাহমুদের  সভাপতিত্বে ও ডরপ প্রকল্পের মহারাজপুর ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার  অপূর্ব রায় পবিত্র’র সঞ্চলনায় পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী,  ইউপি সদস্য বিভূতি বিশ্বাস,ইউসুফ আলী,কামাল হোসেন, মাওঃ মাসুদুর রহমান  , ডরপের সহকারী ইন্জিনিয়ার প্রতিস কুমার সাহা ,কয়রা ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মশিউর রহমান , জিয়াউর রহমান, আতাউর রহমান, আমেনা খাতুন, রিংকু, পারভীন আক্তার প্রমুখ।পরিকল্পনা সভায় শিক্ষক, সাংবাদিক, ও কমিউনিটি পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।

কয়রায় অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জননেতা জনাব তারেক রহমানের ঘোষীত ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার মহৎপুর হাটখোলায় কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাসান আলী সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুলফিকার আলী সাঁপুই, রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরু, যুগ্ম আহবায়ক সৈয়দ হাসানাত আলী, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি সদস্য এনামুল হক এনাম, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব রেজাউল ইসলাম, বিষ্ণুপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, সদস্য সচিব আজিজুর রহমান, কৃষ্ণনগর বিনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছট্টু, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবুল কালাম গাজী, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশীদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, কুশুলিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক ডাঃ কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল মামুন বাবু, যুবনেতা হাসানুর রহমান প্রমুখ। এসময় কালিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতশত সাধারণ মানুষ অংশগ্রহন করেণ। এসময় বক্তাগন বলেন চব্বিশ এর গনআন্দোলনে দেশ ২য়বার স্বাধীনতার পরে বিএনপির পরিচয়ে অনেক নেতার আবির্ভাব ঘটেছে। যাদের অপতৎপরতা আর দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এক্ষুনি তাদের গতিরোধ না করলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে বিশ্বাস করি। আজকে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছি তারা বিগত হাসিনা পতন আন্দোলনে রাজপথে ছিলাম বলেই হামলা, মামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট অগ্নি সংযোগের শিকার হয়েছি। আমরা আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করবো ইনশাআল্লাহ।

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

“স্বাস্থ্য সবার অধিকার” এই মানবিক অঙ্গীকার কে সামনে রেখে রিডা হাসপাতালের কালিগঞ্জে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ উপজেলায় ১’শ জন অসহায় পরিবারের চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রিডা হাসপাতাল এর আয়োজনে হাসপাতাল চত্তরে আনুষ্ঠানিক ভাবে শ্যামনগর মহসিন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কার্ড বিতরণ ও কর্মী মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিডা হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিডা হাসপাতালের প্রতিষ্ঠাতা (সিও) আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রামনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সরদার, রিডা হাসপাতালের প্রধান উপদেষ্টা উৎপল কুমার, শেয়ারহোল্ডার মাসুদ খাঁন ও হাসানুজ্জামান সুজন প্রমুখ। কালিগঞ্জের পাওখালি মোড়স্থ রিডা হাসপাতালের এক বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ ১’শ জন অসহায় পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হেল্প চ্যারাটি কার্ড বিতরণের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩৫ জনকে হেল্প কাড প্রদান করা হয়েছে। অদ্য সন্ধ্যায় রিডার কর্মীদের মূল্যায়ন সভা, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বক্তারা বলেন রিডা হাসপাতাল শুধু একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি সামাজিক প্রতিশ্রুতির নাম যেখানে চিকিৎসা নয় মনুষ্যত্বই প্রথম। রিডা হাসপাতাল স্বল্পমূল্যে সাধারণ মানুষের সেবার পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কালিগঞ্জে রিডা হাসপাতালের বর্ষপূর্তিতে চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর ০২ সহযোগী কে আটক করেছে

শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তার দলবল নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও নৌবাহিনীর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী মোঃ আল আমিন কে ০১ টি একনলা বন্দুক, ০১ রাউন্ড তাজা গোলা ও ০৬ রাউন্ড ফাঁকা কার্তৃজ সহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃতকে জিজ্ঞেসাবাদের মাধ্যমে খুলনা হতে পুলিশ এবং কোস্ট গার্ডের সমন্বয়ে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবু কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ এর সাথে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ দিয়ে সহযোগিতা করছে বলে জানা যায়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর ০২ সহযোগী

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহ জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছা হতে সুমাইয়া আক্তার কুসুম (১৫)নাবালিকা ঢাকা হতে অবহৃতকে ময়মনসিংহ এন,এস আই, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও র‍্যাব এর যৌথ অভিযানে মুক্তাগাছা উপজেলার ৬ নং মানকোন ইউনিয়নের নকধারালিয়া,চর আধপাখিয়া থেকে গত রাত ১০ ঘটিকা উদ্ধার করা হয়।
গত ১১ই এপ্রিল সাদেক খান রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর হতে মুক্তাগাছার রবিন মিয়া পিতা সুবহান বেপারী, মাতা সুমি বেগম। স্থায়ী ঠিকানা, রাজারচর বেপারী কান্দি, সদরপুর ফরিদপুর অপহরণ করা হয়।অপহরণের বিষয়টি অবগত হয়ে ময়মনসিংহ জেলা এনএসআই কর্তৃক সংশ্লিষ্টদের অবগত করা হয় এবং দ্রুত পদক্ষেপের ভিত্তিতে অপহৃত নাবালিকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া নাবালিকাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা উপজেলা হতে যৌথ বাহিনী কর্তৃক ঢাকা হতে অপহৃত নাবালিকা কিশোরীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে।

শুক্রবার( ১৮ এপ্রিল ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশী করে পরিত্যাক্ত একটি বস্তা হতে ৩১ কেজি হরিণের মাংস, ০১ টি মাথা ও ০৪ টি পা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক ঈশ্বরগঞ্জ থানাধীন সাধুরগোলা পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মঞ্জু মিয়ার বাড়ির সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান ১৭এপ্রি রাত ১.০০টায় পরিচালনা করে ২৬ কেজি গাঁজা, ০১ টি মাইক্রোবাস ও ০১ টি মোটরসাইকেলসহ আতিকুর রহমান আরিফ(৩২), পিতা- মোঃ আঃ কাদির, মাতা- জাহেদা বেগম, সাং- উত্তর পৈরতলা, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামীয় ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। অপর একজন আসামী মোটরসাইকেফেলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি বলে জানাযায় । অতঃপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ডিএনসি ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড