সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে তাঁতীদলের কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে ৩১ সদস্যের নেতৃত্ব ঘোষণা সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃ*তদেহ উদ্ধার বাঁচতে চাই লিভার ক্যান্সারে আক্রান্ত হত দরিদ্র বিধবা অভিরোন দীর্ঘ বছরেও পাননি বিধবা ভাতার কার্ড কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি দেবহাটার ইছামতী নদীর ভেড়ি বাঁধ পরিদর্শনে অতিরিক্ত সচিব ড. আ. ন. ম বজলুর রশীদ দেবহাটাকে পরিস্কার- পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে বিডি ক্লিন শ্যামনগর গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন থেকে আগ্নেয় অস্ত্রের সরঞ্জামাদীসহ আটক ২ হাসপাতালে নেওয়ার পথে গর্ভবতী নারী মৃত্যু

আল-হুদা মালী,

সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলার বৃহত্তম ইউনিয়ন গাবুরা। সুন্দরবনের কোল ঘেঁষে চারিদিকে নদীবেষ্টিত এই ইউনিয়নটির অবস্থান এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। গাবুরায় নেই কোনো আধুনিক মানের সরকারি-বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতাল।

গাবুরার মানুষের স্থানীয়ভাবে একমাত্র ভরসা গাবুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ৪টি ক্লিনিক এবং গ্রাম্য হাতুড়ে ডাক্তার দিয়ে চলে প্রাথমিকভাবে চিকিৎসা। ক্লিনিকগুলোতে নেই কোনো অভিজ্ঞ কর্মী ও পর্যাপ্ত ঔষধ। সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে সামান্য অসুস্থতায় চিকিৎসার জন্য যেতে হয় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।্য রোগীকে নিয়ে পাড়ি দিতে হয় এলাকার দীর্ঘ আঁকাবাঁকা কাঁচা রাস্তা ও নদী পথে। যার ফলে অনেক রোগীর স্বজনরা দুর্গম ও দীর্ঘ পথ পাড়ি দেওয়া কষ্টসাধ্য হ‌ওয়ায় রোগীকে হাসপাতালে নিতে অনাগ্রহী হয়ে পড়েন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হ‌ওয়ায়, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ও অধিক সময়ের কারণে গর্ভবতী নারীর পথে গর্ভপাত, মৃত্যু এবং অন্যান্য রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

স্থানীয়রা বলেন, গাবুরা ইউনিয়ন বঙ্গোপসাগর ও সুন্দরবনের কাছাকাছি হ‌ওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন ও লবণাক্ততায় প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই আক্রান্ত হয়ে থাকে।২০০৯ সালের ২৫ শে ঘূর্ণিঝড় আইলা গাবুরাকে বিধ্বস্ত করায় সে সময় চিকিৎসার অভাবে অনেক প্রাণহানিও ঘটেছিল। এমতাবস্থায় দুর্যোগপ্রবণ গাবুরাতে একটি ২৫ শয্যা বিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল জরুরিভিত্তিতে নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা। এতে করে নৌকায় বা দূরের পথ পাড়ি দিয়ে উপজেলা সদর বা জেলা শহরে যেতে হবে না এবং সময়মত সুচিকিৎসা পাওয়া গেলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হারও কমবে বলে আশা করেন তারা। এছাড়াও গাবুরার পার্শ্ববর্তী পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দাদের‌ও চিকিৎসার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়। সুতরাং গাবুরাতে একটি হাসপাতাল হলে তারাও এখানে সহজে চিকিৎসার জন্য আসতে পারবে বলে মনে করেন।

গাবুরার জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান,উপকূলীয় অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সেখানে অভিজ্ঞ চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জামের অভাবে ন্যূনতম স্বাস্থ্যসেবাও সঠিকভাবে পাচ্ছেন না। আমরা বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি হাসপাতালের দাবি জানিয়ে আসছি কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটি সরকারি হাসপাতাল হলে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবার আওতায় আসবে।
আরো বলেন, অনেক সময় জরুরি রোগীকে নদী পার হয়ে শ্যামনগরে নিয়ে যেতে হয়, যা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল স্থাপনের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ হলে উপকূলীয় এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা স্থানীয়দের।

একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “গাবুরা ইউনিয়নটি চারদিক দিয়ে নদী বেষ্টিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্টকর। জরুরি সময়ে রোগী নৌকা বা ট্রলারের উপর নির্ভর করতে হয়, যার ফলে অনেক সময় রোগী চিকিৎসা না পেয়ে মারা যান। তিনি আরো বলেন, আমরা বহু বছর ধরে হাসপাতালের দাবি জানিয়ে আসছি। গাবুরার মানুষেরও তো বাঁচার অধিকার আছে! দ্রুত সরকারি হাসপাতাল স্থাপন না হলে এখানে স্বাস্থ্যসেবার সংকট আরও ভয়াবহ হবে। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম, মাছুদুল আলম বলেন, “গাবুরার মানুষদের চিকিৎসা পাওয়ার মতো কোনো সুযোগ নেই। উপকূলীয় এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এসব প্রাকৃতিক দুর্যোগের পর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অসুস্থ ও গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা। তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে জোর দাবি জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কিন্তু আমি মনে করি গাবুরা ইউনিয়নে একটি ২৫ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল স্থাপন করলে গাবুরা ও কাছাকাছি ইউনয়ের মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট দূর হবে।

গাবুরা ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের দাবি

আল-হুদা মালী, সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলার বৃহত্তম ইউনিয়ন গাবুরা। সুন্দরবনের কোল ঘেঁষে চারিদিকে নদীবেষ্টিত এই ইউনিয়নটির অবস্থান এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। গাবুরায় নেই কোনো আধুনিক মানের সরকারি-বেসরকারি ক্লিনিক বিস্তারিত....

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের তহশীলদার মোঃ সিরাজুল ইসলাম কাগজীর বিরুদ্ধে বগা পূর্বপাড়া জামে মসজিদের জমির নামের অভিযোগ তদন্ত না করে প্রতিবেদন দেওয়ায় তহশীলদেরকে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার বিকেল ৫টার সময় বগা পূর্বপাড়া জামে মসজিদের সামনে মসজিদের মুসল্লীদের আয়োজনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বগা পূর্বপাড়া জামে মসজিদের সম্পত্তির মধ্যে ২ শতক জমি পাবে দাবি নিয়ে বগা গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী খাদিজা খাতুন তার ভাই বেলাল হোসেনের কু-পরমর্শে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগালি ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে নির্দেশ দেন। কিন্তু তহশীলদার ঘটনাস্থল পরিদর্শক না করে তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল ড্রাইভার ইয়াসিন আলী ও অফিস সহায়ক শহিদুল ইসলামকে দিয়ে তদন্ত করান। আমরা তাদেরকে জমির সকল কাগজ পএ সহ সর জমিনে গিয়ে সবকিছু দেখায়। এবং ভূমি অফিসের তহশিলদার সিরাজুল ইসলাম কাগজের কাছে একাধিকবার মসজিদের মুসল্লি সহ আমরা গিয়ে জমির সকল কাগজপত্র দেখায়। কিন্তু তিনি আমাদের কে আশ্বস্ত করেন আমি সঠিক প্রতিবেদন দেব।কিন্তু তিনি মোটা অংকের টাকার বিনিময়ে সম্পূর্ণ একটি মিথ্যা প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেছেন এবং সেই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন তহশিলদার এবং অফিস সহায়ক আবু তাহের তদন্ত করেছেন। সেটি সম্পূর্ণ মিথ্যা, আমরা এই ভূমি অফিসে তহশীলদার কে তদন্ত না করে প্রতিবেদন দেওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বগা পূর্বপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর সরদার,বিশিষ্ট সমাজসেব সোহাগ হোসেন সরদার, নওশের আলী সরদার, এলাই বক্স মালী, আব্দুল হাকিম গাজী, এলেম সদ্দার প্রমুখ।

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার তদন্ত না করে প্রতিবেদনে দেওয়ায় মানববন্ধন

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের তহশীলদার মোঃ সিরাজুল ইসলাম কাগজীর বিরুদ্ধে বগা পূর্বপাড়া জামে মসজিদের জমির নামের অভিযোগ তদন্ত না করে প্রতিবেদন দেওয়ায় তহশীলদেরকে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর থেকে ঃ
গাবুরা মার্টেলো মহোউৎসব ২০২৫ আট দলীয় ফুটবল একাদশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাবুরা জি, এল, এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে।
ইউপি সদস্য এমাম হাসান এর সভাপত্তিতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার পি,বি, আই সাতক্ষীরা রেজাউল হোসাইন রেজা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজাক, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাতসহ অতিথি গণ।
সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তার এক দিকে ছিল সুর্যোদয় ক্রীড়াচক্র ফুটবল একাদশ অপর দিকে ছিল খুলনাস্ত এসএম বি ফুটবল একাদশ, উক্ত সেমিফাইনাল খেলায় খুলনাস্ত ফুটবল একাদশ কে ২/১ গোলে সুর্যোদয় ক্রীড়াচক্র ফুটবল একাদশ জয়লাভ করে, খেলাটি পরিচালনা করেন

শ্যামনগর গাবুরা মার্টেলো মহোউৎসব ২০২৫ আট দলীয় ফুটবল একাদশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ হালিম শ্যামনগর থেকে ঃ গাবুরা মার্টেলো মহোউৎসব ২০২৫ আট দলীয় ফুটবল একাদশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাবুরা জি, এল, এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে। বিস্তারিত....

এম এ হালিমঃ
সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরের উদ্দেশ্যে রাস পূজা উপলক্ষে তীর্থযাত্রীদের যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায়। ১০টি ইঞ্জিনচালিত বোর্ডে মোট ৪৫৪জন তীর্থযাত্রীরা সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে রওনা দেন।
 বনবিভাগ সূত্রে জানা যায় কোবাদক স্টেশন থেকে চার টা বোডে ২৩৮ জন বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৬ টা বোর্ডে ২১৬ জন  তীর্থযাত্রী নিয়ে রওনা দিয়েছেন।
প্রতিবছরের মতো এবারও রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হচ্ছেন সুন্দরবনের এই চরাঞ্চলে। ভক্তরা জানান, সুন্দরবনের অপার সৌন্দর্যের মাঝে রাস উৎসব উদযাপন করতে পারাই তাদের জন্য এক ঐতিহ্য ও ধর্মীয় আনন্দের বিষয়।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বনকর্মীরা তৎপর রয়েছেন, যাতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়।তিনি আরো বলেন বুড়িগোয়ালীনি স্টেশন ও কোবাদক স্টেশন থেকে বাটুলাবল নদী, পাটকোষ্টা হয়ে হংশরাজ নদী দিয়ে সাগর পাড় পযন্ত দিয়ে আসবেন তীর্থযাত্রীদের নিরাপত্তা দিয়ে।
 সাগর পাড়ে রাস পুজায় তীর্থযাত্রীর দলনেতা সাতক্ষীরা জেলা আশাশুনি হাড়িভাংগা গ্রামের মাধব সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন।সোমবার সকালে বুড়িগোয়ালিনী স্টেশনের ঘাট হতে এক সাথে ৬টি ট্রলার রওনা করে রাসপুজাও পণ্যস্নান সহ ধর্মীয় আরাধনা করার লক্ষে যাচ্ছি।

সাগর পাড়ে দুবলার চরে রাস পূজা উপলক্ষে তীর্থযাত্রীদের যাত্রা শুরু

এম এ হালিমঃ সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরের উদ্দেশ্যে রাস পূজা উপলক্ষে তীর্থযাত্রীদের যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায়। ১০টি ইঞ্জিনচালিত বোর্ডে মোট ৪৫৪জন তীর্থযাত্রীরা সুন্দরবনের দুবলার বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতীদল কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরেশপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুল ইসলাম (ছোট্টু)। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শরীফ মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম (বাবু), মথুরেশপুরে বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম (বাবু), সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী (ছোট বাবু), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (বুলু),
উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নূর ইসলাম , সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, তাঁতীদলের ‌সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ এবাদুল ইসলাম, মোঃ আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁতীদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে ১১ সদস্য বিশিষ্ট মথুরেশপুর ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে মোঃ ফারুক হোসেন-কে আহ্বায়ক ও শেখ হাফিজুল ইসলাম (ছোট্টু)-কে সদস্য সচিব করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের মথুরেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীর সরব উপস্থিতিতে সম্মেলন সম্পন্ন হয়।

কালিগঞ্জে তাঁতীদলের কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে রূপান্তর NGO পরিচালিত ইকো সুন্দরবন প্রকল্পের উদ্যোগে ইয়ুথ ফর সুন্দরবনের শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুহানি।

কমিটি সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজভিত্তিক ক্যাম্পেইন, নদী খাল পরিচ্ছন্নতা এবং প্লাস্টিকমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্ব আগামী এক বছর মাঠপর্যায়ে কাজ করবে।

ঘোষিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহসভাপতি ইয়াছিন আরাফাত, সহসাধারণ সম্পাদক স্বর্ণা আক্তার আরিফা, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার, কোষাধক্ষ্য হাসানুর রহমান মুন্না, দপ্তর সম্পাদক সায়দুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মিডিয়া সম্পাদক হেনা পারভীন, পরিবেশ সম্পাদক ইমরান হোসেন এবং শিক্ষা সম্পাদক আল মাসুদ।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন রূপান্তরের শ্যামনগর ম্যানেজার তসলিম আহমেদ টংকর, ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, রূপান্তরের শাহিনুর রহমান শাহিন এবং খালিদ মিজান লামি। তাদের উপস্থিতিতে সংগঠনটির কার্যক্রমের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ইকো সুন্দরবন প্রকল্প সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের নদনদী, খাল ও আশপাশের জনপদে প্লাস্টিক দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে, যা বন্যপ্রাণী, জলজসম্পদ এবং স্থানীয় মানুষের জীবনজীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে তরুণদের নেতৃত্বে গঠিত এই কমিটি এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত পদধারীদের পাশাপাশি অন্যান্য সদস্য মিলিয়ে মোট ৩১ জনের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। খুব শিগগিরই কমিটির আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে ৩১ সদস্যের নেতৃত্ব ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। অতঃপর বোটটি দুপুর ১ টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোর্ড টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোর্ডের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোর্ডে থাকা জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোর্ড যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর অদ্য ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল ৭ টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মৃ*তদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃ*তদেহ উদ্ধার

কৈখালী শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের লিভার ক্যান্সার আক্রান্ত অভিরন বাঁচতে চাই। দীর্ঘ বছর বিধবা হলেও পাননি বিধবা ভাতার কার্ড। অভিরন সোরা গ্রামের মৃত ওয়াজেদের স্ত্রী। সরজমিনে জানা যায় , অভিরোন বিবি লিভার ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ দিন চিকিৎসার পরেও তার শারীরিক অবস্থা ক্রমেই সংকটময় হয়ে উঠেছে। তার স্বামী বহু বছর পূর্বে মৃত্যু বরন করেন।দীর্ঘ বছর স্বামী মৃত্যু বরন করলেও এখন পযর্ন্ত পাননি বিধবা ভাতার কার্ড। একটি মাত্র কন্যা বিবাহিত । অসহায়  কষ্টও সীমাহীন । দীর্ঘ দিন ধরে লিভার রোগে আক্রান্ত তিনি নিজের চিকিৎসার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন। অভিরোন বিবির জীবনটা শুরু থেকে কষ্টের। স্বামীর মৃত্যুর পরে একটি মাত্র কন্যাকে বড় করার জন্য দিনমুজিরীর কাজ শুরু করে। অনেক কষ্ট করে মেয়েক বড় করে বিয়ে দেন। অন্যের বাড়ীতে কাজ করে কোন ভাবে তার জীবন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ অভিরোন বিবি অসুস্থ হয়ে পড়ে অসহায় হয়ে পড়েন । পরে অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে পরীা নিরীক্ষা করে ধরা পড়ে যে, তার লিভারে ক্যান্সারের জটিল রোগ। চিকিৎসার জন্য অভিরোন বিবিকে বহু থেরাপি নিতে হবে, যার খরচ প্রতি থেরাপি প্রায় ৫০ হাজার টাকা। পুরো চিকিৎসার জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা প্রয়োজন। অভিরোন বিবির উন্নত চিকিৎসা করার জন্য কোন অর্থ সম্পদ নাই। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। ১/২ দিনের ভিতরে থেরাপি না দিলে তার বেঁচে থাকা অসম্ভব হতে পারে।  অভিরোন বিবি কান্না জড়িত কণ্ঠে বলেন , আমার স্বামী দীর্ঘ বছর মৃত্যু বরন করলেও বেশ কয়েকবার অনলাইনে আবেদন করে এখন পযর্ন্ত বিধবা ভাতার কার্ডটি পেলাম না। বর্তমানে আমি মরনব্যাথি লিভার ক্যান্সার রোগে আক্রান্ত। এ সময় তিনি  শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিধবা ভাতার কার্ড ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আবেদন জানান। সমাজের দানশীল, সমাজ সেবক , স্বেচ্ছীসেবী প্রতিষ্ঠানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের  কাছে সাহায্যের আবেদন যাতে তিনি বিবি বাঁচতে পারেন। এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন বলেন, আমি ব্যক্তিগত ভাবে যতটুকু পারি আর্থিক সহযোগিতা করব এবং তার বিধবা ভাতার কার্ডটি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করব। অভিরোনের সাথে যোগাযোগ মোবাইল নং – ০১৯১১১৭৭০৩৮ , সাহায্যে পাঠানোর বিকাশ নং – ০১৩০৯৬৯৪৯০৪।

বাঁচতে চাই লিভার ক্যান্সারে আক্রান্ত হত দরিদ্র বিধবা অভিরোন দীর্ঘ বছরেও পাননি বিধবা ভাতার কার্ড

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পথ সভায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান হাফি, ও ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।

পরে কৃষ্ণনগর বাজারে ব্যবসায়ীসহ জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৮ নভেম্বর) বিকালে শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে এই আলোচনা সভা হয়। এর আগে সকাল থেকে শ্যামনগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সভাস্থলে প্রবেশ করতে থাকে।

এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমতুল্লাহ পলাশ। শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আকতারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকত আলী, সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, জহুরুল হক আপ্পু প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও এ সময় বিশেষ অতিথিদের বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কখোনোই পিছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাই নাই, বিএনপি সব সময় জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গিয়েছে।

এছাড়াও সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। এজন্য আগামী নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে জয়যুক্ত করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন দেবহাটাকর পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ জনগণসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা। দেশব্যাপী পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিন-এর দেবহাটা টিমের সদস্যরা ৭ই নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বিভন্ন পয়েন্টেন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।বিডি ক্লিন দেবহাটা টিমের প্রধান সমন্বয়ক ইমন আহসান জানান, আমাদের সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।তিনি আরো বলেন যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। আমাদের সমাজে এসব সমস্যা সমাধানের যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা আসলে এগিয়ে আসছে না। তাই আমরা শুরু করেছি আমাদের দেখে সমাজের সকল পেশার মানুষ এগিয়ে আসবে বলে আশা করি। এই সময় উপস্থিত ছিলেন ইমন আহছান (সমন্বয়ক বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম), আরমান হোসেন ( মনিটর, বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম) আরো উপস্থিত ছিলে শাহরিয়ার মাহমুদ,আকাশ,ইমন,রেজওয়ান, সৌম্য, শাহিন।

দেবহাটাকে পরিস্কার- পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে বিডি ক্লিন

নিজস্ব প্রতিবেদক।
শ্যামনগর উপজেলার গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন বড় গাবুরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় অস্ত্রের সরমজামসহ আটক করেছে ২ জন কে স্থানীয় জনতা গত (৭-১১- ২০২৫) রাতে।
পরে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় শ্যামনগর থানা পুলিশের কাছে উঠিয়ে দিয়েছে বলে জানাযায়। আটক কৃত আসামীরা হলো কয়রা উপজেলার পিতা ইব্রাহিম গাজী
, ১। বেল্লাল হোসেন ( ৩৩)খুলনা জেলার দাকোব থানার জয়নগর গ্রামের মৃত্যু জয়নাল খার ছেলে ২। আজহারুল ওরফ খানজাহান (৩৬) তাদের দেশি অস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোর্টে  প্রেরণ করেছে।

শ্যামনগর গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন থেকে আগ্নেয় অস্ত্রের সরঞ্জামাদীসহ আটক ২

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে অনিরাপদ সড়ক ও পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় এক গর্ভবতী নারী ট্রলারে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে শুক্রবার (৭ নভেম্বর) সকালে।
গাবুরার ৯ নং সোরা দৃষ্টিনন্দন এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
নদীপথের দূরত্ব ও যাত্রার সময় বিলম্বে তিনি ট্রলারের ভেতর মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গাবুরা ইউনিয়নের দক্ষিণাঞ্চল এলাকায় বসবাসরত ওই গর্ভবতী নারী হঠাৎ প্রসব ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এলাকায় উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পরিবার সদস্যরা তাকে ট্রলারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন।
 গাবুরা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ফরিদা পারভিন ঘটনা স্থানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফরিদা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন,গাবুরা ইউনিয়নে কোনো মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। সামান্য চিকিৎসার জন্যও নৌপথে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় স্থানীয়দের। আর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিলম্ব হওয়ার কারণেই অনেকেরই এভাবে প্রাণ দিতে হয়।
স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপদ সড়ক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো গর্ভবতী নারী এমন করুণ পরিণতির শিকার না হন।

হাসপাতালে নেওয়ার পথে গর্ভবতী নারী মৃত্যু