সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে অনিরাপদ সড়ক ও পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় এক গর্ভবতী নারী ট্রলারে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে শুক্রবার (৭ নভেম্বর) সকালে।
গাবুরার ৯ নং সোরা দৃষ্টিনন্দন এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
নদীপথের দূরত্ব ও যাত্রার সময় বিলম্বে তিনি ট্রলারের ভেতর মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গাবুরা ইউনিয়নের দক্ষিণাঞ্চল এলাকায় বসবাসরত ওই গর্ভবতী নারী হঠাৎ প্রসব ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এলাকায় উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পরিবার সদস্যরা তাকে ট্রলারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ফরিদা পারভিন ঘটনা স্থানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফরিদা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন,গাবুরা ইউনিয়নে কোনো মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। সামান্য চিকিৎসার জন্যও নৌপথে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় স্থানীয়দের। আর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিলম্ব হওয়ার কারণেই অনেকেরই এভাবে প্রাণ দিতে হয়।
স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপদ সড়ক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো গর্ভবতী নারী এমন করুণ পরিণতির শিকার না হন।
Leave a Reply