গাবুরা (শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের, গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ অভিভাবকের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৬ই জুন মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়াম রুমে, উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জি এম মামুনুল হাসান শামীমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে যাতে করে শিক্ষার মান উন্নয়নের লক্ষে নতুন কারিকুলাম শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ তিনি আরও বলেন,শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না তার দিকে খেয়াল রাখতে হবে।বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন শিক্ষকরা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, সাবেক ইউপি সদস্য জি এম আব্দুল মান্নান খোকা, সমাজ সেবক গাজী আব্দুল মান্নান, বিদ্যালয় অভিভাবক সদস্য মল্লিক আনোয়ার শাহাদাৎ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জি এম কামরুল ইসলাম।
Leave a Reply