উপকূলীয় বার্তা ডেস্ক রিপোর্টঃ
ঐতিহ্যবাহী রাসমেলা সুন্দরবন শেষে বঙ্গব সাগরের পাঢ়ে অবস্তিত হয় দূবলার চরে প্রতি বছরের মত এবার ও শুরু হতে যাচ্ছে।আগামী ৬, ৭, ৮ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা। তবে যেতেপারবে না মুসলিমরা।
গত দুই বছরের ন্যায় এবারও শুধুমাত্র পুণ্যার্থীদের জন্যই থাকছে রাস মেলায় অংশগ্রহণ করার সুযোগ। সাধারণ ট্যুরিস্টরা ঐ সময়ে দুবলার চর বাদে সুন্দরবনের অন্য সকল জায়গায় ভ্রমন করতে পারবে। রাসমেলার সময় বনবিভাগ সহ নৌ বাহিনী, কোস্টগার্ড, RAB, এবং পুলিশ পূর্ণ্যার্থীদের সম্পূর্ণ নিরাপত্তা দিবে বলে যানান বিভাগীয় বন কর্মকর্তা
Leave a Reply