জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধ।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার দুই মেধাবী শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। রবিবার(৫ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের স্মরণীয় “সবক সমাপনী” অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনের হাফেজ হওয়া দুই ছাত্র হলেন — আল শাহরিয়ার ও জুবায়ের হোসেন। তারা দীর্ঘ পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করেন।
বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ আলহাজ্ব রেজাউল করিম জানান, “আমাদের এই দুই শিক্ষার্থী অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ ছিল। আল্লাহর অশেষ রহমতে তারা পবিত্র কোরআনের হাফেজ হতে পেরেছে। এটি শুধু তাদের নয়, আমাদের মাদ্রাসা ও এলাকার জন্যও গর্বের বিষয়।”
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নব্য হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ইসলামি জীবনচর্চায় অবিচল থাকার জন্য প্রার্থনা করা হয়।
স্থানীয়রা জানান, বুড়ি গোয়ালিনী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা থেকে আলোকিত সন্তানেরা দেশের বিভিন্ন স্থানে ইসলামি শিক্ষা ও নৈতিকতা ছড়িয়ে দিচ্ছে— যা সমাজের জন্য আশাব্যঞ্জক।