সংবাদ শিরোনামঃ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল শ্যামনগরে কৃষিজমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন  ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী  সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে ৬ জেলে আটক করেছে বনবিভাগ দেবহাটায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত কয়রায় ২৩ একর জমির জিম্নায় থাকা ধান কেটে নেওয়ার পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে পথের জমি নিয়ে বিরোধে কুপিয়ে হ*ত্যা ১,আটক-৯ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ছাত্রশিবির এর বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার উদ্দোগ্যে বিক্ষোভ মিছিল
সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকার হলদিবুনিয়া এলাকা থেকে ৩জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় জেলেদের কাছ থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় রবিবার (২১ ডিসেম্বর ) সকালে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদিবুনিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর এর নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল হলদিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলো শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের : সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭),কয়রা উপজেলার ৩নং কয়রার আব্দুর জব্বারগাজীর ছেলে রফিক ফারুকী(৪০)কয়রা মহারাজপুর এলাকার মৃতঃ মনতাজ গাজীর ছেলে,মোঃ হারুন গাজী (৪৮)।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে
 মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

কালিগঞ্জ প্রতিনিধি:

নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, জেন্ডার ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা দেয়া কিশোর কিশোরী ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম আকরাম হোসেন, প্রেসক্লাব কালিগঞ্জের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা কনিকা সরকার, জলবায়ু কর্মী ও রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়ার দর্শন ও আন্দোলন বাংলাদেশে নারী জাগরণের মাইলফলক। নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তারা। আমিই রোকেয়া এই শ্লোগানকে বক্তারা নারীর আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে তুলে ধরেন।এ সময় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা২০২৫ প্রাপ্তদের পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার বাথুয়াডাঙ্গা গ্রামের তুষার বিশ্বাসের স্ত্রী লক্ষ্মী রানী বিশ্বাস। থালনা গ্রামের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ব্রজন কুমার সরকারের স্ত্রী মিঠু মিস্ত্রি। মহৎপুর গ্রামের সফল জননী নারী ওবায়দুর রহমানের স্ত্রী জেবুনন্নেছা ওবায়দুর। কৃষ্ণনগরের নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রাম জয়ী নারী মৃত ফটিক মোল্লার কন্যা রঞ্জিতা আক্তার বেবি এবং বসন্তপুর গ্রামের সমাজ উন্নয়নের অসম্য অবদান রেখেছেন রওশন আলী স্ত্রী জাহানারা বেগম। সম্মাননা প্রাপ্তদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন।দিনব্যাপী আয়োজনে ছিল নারী উন্নয়ন বিষয়ক প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন।

কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান

এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়ি পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্বাচনীয় প্রচারনার অংশ হিসেবে মুন্সিগঞ্জ গ্যারেজ বাজারে পথসভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ডিসেম্বর) বিকালে এ শোডাউনটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামী এর আমির মাওলানা হারুনার রশিদের সভাপত্তিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত গাজী নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মাইন উদ্দিন মাহমুদ,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের তরুণ সমাজ সেবক
মোল্লা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শোডাউনটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।
নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলামকে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।
শোডাউনে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পথ-সভাটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল্লাহ আল মামুন।

মুন্সীগঞ্জ গ্যারেজ বাজারে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোডাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *