প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক
সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকার হলদিবুনিয়া এলাকা থেকে ৩জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় জেলেদের কাছ থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় রবিবার (২১ ডিসেম্বর ) সকালে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদিবুনিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর এর নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল হলদিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলো শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের : সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭),কয়রা উপজেলার ৩নং কয়রার আব্দুর জব্বারগাজীর ছেলে রফিক ফারুকী(৪০)কয়রা মহারাজপুর এলাকার মৃতঃ মনতাজ গাজীর ছেলে,মোঃ হারুন গাজী (৪৮)।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে
মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫