কালিগঞ্জ প্রতিনিধি:
নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, জেন্ডার ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা দেয়া কিশোর কিশোরী ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম আকরাম হোসেন, প্রেসক্লাব কালিগঞ্জের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা কনিকা সরকার, জলবায়ু কর্মী ও রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়ার দর্শন ও আন্দোলন বাংলাদেশে নারী জাগরণের মাইলফলক। নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তারা। আমিই রোকেয়া এই শ্লোগানকে বক্তারা নারীর আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে তুলে ধরেন।এ সময় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা২০২৫ প্রাপ্তদের পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার বাথুয়াডাঙ্গা গ্রামের তুষার বিশ্বাসের স্ত্রী লক্ষ্মী রানী বিশ্বাস। থালনা গ্রামের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ব্রজন কুমার সরকারের স্ত্রী মিঠু মিস্ত্রি। মহৎপুর গ্রামের সফল জননী নারী ওবায়দুর রহমানের স্ত্রী জেবুনন্নেছা ওবায়দুর। কৃষ্ণনগরের নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রাম জয়ী নারী মৃত ফটিক মোল্লার কন্যা রঞ্জিতা আক্তার বেবি এবং বসন্তপুর গ্রামের সমাজ উন্নয়নের অসম্য অবদান রেখেছেন রওশন আলী স্ত্রী জাহানারা বেগম। সম্মাননা প্রাপ্তদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন।দিনব্যাপী আয়োজনে ছিল নারী উন্নয়ন বিষয়ক প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.