সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনে সেমিনার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল শ্যামনগরে কৃষিজমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন  ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী  সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে ৬ জেলে আটক করেছে বনবিভাগ দেবহাটায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত কয়রায় ২৩ একর জমির জিম্নায় থাকা ধান কেটে নেওয়ার পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে পথের জমি নিয়ে বিরোধে কুপিয়ে হ*ত্যা ১,আটক-৯
শিক্ষকের জানাজায় পাওনাদারের উপস্থিতি,লাশ রেখে স্বজনদের পালায়ন

শিক্ষকের জানাজায় পাওনাদারের উপস্থিতি,লাশ রেখে স্বজনদের পালায়ন

বাগেরহাট প্রতিনিধিঃ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষক (৭৫)। পরের দিন দুপুরে জানাজার প্রারম্ভে উপস্থিত হন বেশ কয়েকজন পাওনাদার এবং কথা বলে মৃতের স্ত্রী ছেলে মেয়ে এবং স্বজনদের সাথে। তারা মৃতের দেনা পরিশোধ করতে অস্বিকৃতি জানাই এবং জানাযাস্থল থেকে পালিয়ে যায়। লাশ পড়ে থেকে ঈদগাহ মাঠে। পরবর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় লাশের দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকায়। উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ মৃধা দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে রায়েন্দা বাজারের পাঁচরাস্তা মোড় সংলগ্ন এলাকায় বাড়ি নির্মান করে বসবাস করতেন। অন্যদিকে, প্রথম স্ত্রীর সন্তানেরা দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাড়িতে বসবাস করেন। দীঘৃদিন অসুস্থ থাকার পরে গত ১১ জুলাই দুপুরে মৃত্যুবরণ করেন ওই শিক্ষক। বুধবার (১২ জুলাই) দুপুরে রায়েন্দা বাজার বড় মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শুরুর পূর্ব মুহূর্তে কয়েকজন পাওনাদার উপস্থিত হয়ে সর্বসাকুল্যে ছয় লক্ষ টাকা দাবী করেন। টাকার পরিমান শুনে স্ত্রী ও সন্তানরা টাকা দিতে অস্বীকৃতি জানাই এবং একপর্যায়ে মরদেহ ফেলে কৌশলে সটকে পড়ে। পরে, যোগাযোগ করা হয় তার প্রথম স্ত্রীর সন্তান মোঃ মতিয়ার রহমান এর সাথে, তিনিও কোন ধরনের অর্থ পরিশোধ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকীর হস্তক্ষেপে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ঘটনাস্থলে ছুটে আসেন। মৃতের স্ত্রী পুত্র-কন্যা ও স্বজনদের না পেয়ে পাওনাদারদের সাথে কথা বলে লাশের জানাজা ও দাফনের ব্যবস্থা করেন তিনি। পরবর্তীতে রায়েন্দা বাজার বড় মসজিদ ঈদগাহ মাঠে স্কুল শিক্ষকের জানাজার নামাজ অনুষ্ঠিত এবং আল ফাতাহ মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত শিক্ষকের দুই স্ত্রী দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে বলে জানা গেছে। তাছাড়া টাকা ধার দেনা করে ছেলে মেয়ের পড়াশোনা এবং পরিবারের ভরণ পোষণে ব্যয় করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী জানান, বিষয়টি তিনি শুনে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে, তার পরিবারের লোকজন কোন সুরাহা না করলে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এম এ হালিম শ্যামনগরা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর চর থেকে গত ৯ জুলাই ২০২৫ তারিখে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ একটি  অজ্ঞত নামা নারীর(কংকল) উদ্ধার
করেন, তবে উদ্ধার হওয়া নারীর কংকল এর আজ ও কোন অরেশ মিলেনাই বলে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশ, এই মৃত নারীর কংকলের ডান হাতে একটি সাকা পরানো আছে, নারীর কংকল এর সন্ধান পেতে  শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ থানা অথবা আশাশুনি থানা পুলিশে যোগাযোগ করতে আহবান করা হলো, বুড়িগোয়ালিনী নৌ থানার পক্ষ থেকে।

আশাশুনী মরিচ্চাপ নদীর চর থেকে উদ্ধার হওয়া নারীর কংকল এর আজও কোন অরেশ মিলেনাই

নিজস্ব প্রতিবেদক

কয়র উপজেলার আমাদী ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোঃ মফিজুল ইসলামের মমতাময়ী মা ও ভান্ডারপোল গ্রামের হাজী আব্দুল জব্বারের স্ত্রী মোছাঃ শরবানু খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রবিবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার সকাল ১১ টায় নিজের বাড়িতে জানাজান আমার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং মহল্লায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, ও ৬ মেয়ে, সহ আত্মীয়-স্বজন রেখেগেছেন।

কয়রায় আমাদী ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল শেখের মা আর নেই

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর করুন মৃ*ত্যু হয়েছে। ঘটনাটি নামাজগড় গ্রামে দুপুরে ঘটেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে,
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে
উপজেলার নামাজগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী, প্রয়াত উত্তম দাস এর মেয়ে রিয়া দাস ও রামপদ দেবনাথ এর মেয়ে সুষমিতা দেবনাথ বাড়ির পুকুরে পড়ে মৃ*ত্যুবরণ করে। স্কুল ছুটির পরে রিয়া দাস এর মা ভারতী দাসের সাথে পুকুরে যায় তারা। সেখানেই সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ  মিজানুর রহমান।

কালিগঞ্জের পল্লীতে দুই শিক্ষার্থী পানিতে ডুবে করুন মৃ*ত্যু হয়েছে

 শ্যামনগর প্রতিনিধি।
পশ্চিম সুন্দরবনে মাছ আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ছাত্তার গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুন্দরবনের কুকুমারী এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত জেলে হলেন, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
জানা যায়, ১১ নভেম্বর বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে ছাত্তার গাজী, খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে সাত্তার গাজী মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার রাত ৯টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১০ টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
অপর দুই জেলে খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ জানান, চরপাটা দেওয়ার সময় ছাত্তার বলেন তার বুক ব্যথা করছে, তখন তাকে নৌকায় গিয়ে বসতে বলা হয়। নৌকায় যেতে গিয়ে সে জোরে চিৎকার করে পড়ে যায়। আমরা চরপাটা রেখে দৌড়ে গিয়ে তাকে তুলি কিন্তু কতক্ষণে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর ইসলাম জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাতক্ষীরা সুন্দরবনে মাছ আহরণে গিয়ে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। অতঃপর বোটটি দুপুর ১ টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোর্ড টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোর্ডের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোর্ডে থাকা জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোর্ড যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর অদ্য ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল ৭ টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মৃ*তদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃ*তদেহ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *