পাইকগাছায় প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় বারসিকের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে”এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস্ ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও’স ট্রানফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস(এনগেজ)” নামীয় চার বছর মেয়াদি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৫ বুধবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈকত বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা,মো: একরামুল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা, প্রবীর কুমার দত্ত, বন ও পরিবেশ বিষয়ক কর্মকর্তা, জাহাঙ্গীর মোড়ল,যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি, শাহাজাহান আলী শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার, গাদাইপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শেখ খোরশিদুজ্জামান , হরিডালি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আজিজুল খান সহ অন্যান্য ইউনিয়নের সচিববৃন্দ, এফএম এ রাজ্জাক ,সভাপতি উপজেলা প্রেস ক্লাব, মো: ফসিয়ার রহমান ,সাধারন সম্পাদক রিপোটার্স ইউনিটি , ওয়ার্ল্ড ভিশন,অগ্রগতি সংস্থা,রেডক্রিসেন্ট সোসাইটি,লিডার্স ও অ্যাওসেড এনজিওর কর্মকর্তাবৃন্দ ও বারসিক প্রতিনিধিসহ ENGAGE প্রকল্পের বিভিন্ন গ্রামের সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
প্রকল্প অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ জোয়ারদার, আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক।
প্রকল্পটি খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার ১২টি ইউনিয়ন এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১২টি ইউনিয়নসহ মোট ২৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। উপকূলীয় অঞ্চলের দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির মানবাধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা দুযোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে এবং এলাকার যুব সম্প্রদায় ও নাগরিক সমাজের সাথে যৌথভাবে কমিউনিটিকে সরকারি/বেসরকারি সেবাদানকারি সংগঠনের সেবাপ্রাপ্তিতে সচেতন বৃদ্ধিতে সহযোগিতা করবে।
জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলার দরিদ্র প্রান্তিক নারী-পুরুষ, যুব, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ যারা জলবায়ু ঝুঁকির কারণে স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবিকার সংকটে রয়েছেন, তারা সক্ষমতা বৃদ্ধি, নানাবিধ সহায়তা এবং প্রচারণা থেকে উপকৃত হবেন।
একই সাথে প্রকল্পটি এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্যগত সহযোগিতা ও সচেতনতা তৈরিতে কাজ করবে এবং প্রকল্পের লক্ষ্যভুক্ত ২০ হাজার পরিবার সমূহের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কিভাবে কমানো সম্ভব তা নিয়ে যৌথভাবে গবেষণা এ্যাডভোকেসি ও নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনা করবে যা প্রান্তিক জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়ন সহায়তা করবে।
পরিবেশ সাংবাদিকদের ওরিয়েন্টেশন ও রিপোর্টিং প্রশিক্ষণ, গণতন্ত্র সংলাপ ও যৌথ কর্মসূচি (ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে), সামাজিক বনায়ন ও জলবায়ু অভিযোজন ক্যাম্পেইন, পরিবেশ মানবাধিকার সপ্তাহ পালন, ফোরাম থিয়েটার গ্রুপের মাধ্যমে সচেতনতামূলক নাট্য আয়োজন, ইউডিসি সেবা দাতাদের প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ে ডিজিটালাইজেশন ও তথ্য অধিকার মেলা, তথ্য অধিকার বিষয়ক দরখাস্ত ও মনিটরিং, আঞ্চলিক নীতি সংলাপসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রকল্প অবহিতকরণ সভায় মাঠ সহকারী ফাতেমা-তুজ- জোহরার উপস্থাপনায় তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান এবং সভার সমন্বয় করেন এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।
উল্লেখ্য যে বারসিক বাংলাদেশের ৬টি ভিন্ন কৃষিপ্রতিবেশ এলাকায় লোকায়ত জ্ঞানভিত্তিক প্রাকৃতিকসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কৃষিচর্চা, পরিবেশ-প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জেন্ডার সমতা, নিরাপদ খাদ্য, জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায্যতা ও নগর দারিদ্র প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা, প্রচারণা, এ্যাডভোকেসিসহ ও নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং বারসিক পরিবেশ সংরক্ষনে অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক ২০২১ অর্জন করে।
Leave a Reply