সংবাদ শিরোনামঃ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল শ্যামনগরে কৃষিজমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন  ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী  সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে ৬ জেলে আটক করেছে বনবিভাগ দেবহাটায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত কয়রায় ২৩ একর জমির জিম্নায় থাকা ধান কেটে নেওয়ার পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে পথের জমি নিয়ে বিরোধে কুপিয়ে হ*ত্যা ১,আটক-৯ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ছাত্রশিবির এর বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার উদ্দোগ্যে বিক্ষোভ মিছিল
ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী 

ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী 

এম এ হালিম শ্যামনগর থেকে।
বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনিরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চণ্ডিপুর এলাকার সর্বস্তরের জনগণ।শনিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় চণ্ডিপুর এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ। এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।
ড. মনিরুজ্জামান মনির এ সময় বলেন, “চণ্ডিপুরসহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট

দয়া করে নিউজটি শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বের হয়।

উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারসহ বিভিন্ন স্লোগানে পৌর সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। মিছিলটি শ্যামনগর বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তফসিল ঘোষণা হওয়ায় আমরা আশাবাদী। গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই এখন নতুন গতি পেল।

নেতাকর্মীরা আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাই প্রতিফলিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনকে অবশ্যই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

মিছিলকে কেন্দ্র করে আইন–শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে শ্যামনগরে নির্বাচনী মাঠ উষ্ণ হতে শুরু করেছে। দলীয় প্রার্থী, জোটের হিসাব, সম্ভাব্য ভোটব্যাংক—সব মিলিয়ে দিন যত এগোবে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শ্যামনগরে বিএনপি’র আনন্দ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *