প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী
এম এ হালিম শ্যামনগর থেকে।
বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনিরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চণ্ডিপুর এলাকার সর্বস্তরের জনগণ।শনিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় চণ্ডিপুর এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ। এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।
ড. মনিরুজ্জামান মনির এ সময় বলেন, “চণ্ডিপুরসহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫