কয়রা প্রতিনিধিঃখুলনার কয়রা উপজেলার বালিয়াডাংগা বিলে জোরপূর্বকভাবে ধান কাটতে বাঁধা দেওয়ার মারপিট করে আহত করে স্বর্ণলংকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় কয়রা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন বালিয়াডাংগা গ্রামের মোঃ নুরুল হুদার স্ত্রী ভুক্তভোগী লায়লা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের বাড়ির পাশে ৪ বিঘা জমিতে ১৫/১৬ বছর যাবত আমরা ধান ও মাছ চাষ করে আসিতেছি। গত রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক বারোটার দিকে বালিয়াডাংগা গ্রামের জোমাত আলী গাজীর ২ পুএ শরিফুল ইসলাম ও কালাম গাজী এবং মৃত আমির আলী সরদারের পুত্র মোফাজ্জল সরদার সহ ১৪/১৫ জনের একটি সন্ত্রাসী দল আমাদের জমির চাষকৃত ধান কাটতে থাকে। এসময় আমার স্বামী বাড়িতে না থাকায় আমি গিয়ে তাদেরকে আমাদের জমির থেকে চলে যেতে বলিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শরিফুল কালাম ও মোফাজ্জেল সহ নাম না জানা তিন চার জন মিলে আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিয়ে বেধড়ক মারপিট করে এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। এ সময় তাহারা আমার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, এবং হাতের চুরি ছিনিয়ে নেয়। আমার বাড়ির পাশের লোকজন আমাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমাকে মারপিট ও আমাদের জমির ধান কেটে নিয়ে যাওয়ার খবর শুনে আমার স্বামী আমাদী পুলিশ ফাঁড়ির টু – আইসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে আসেননি। তাহারা আমাকে মারপিট করে, আমার স্বর্ণলংকার সহ আমাদের ২ বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে। আমি ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply