সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়ি পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্বাচনীয় প্রচারনার অংশ হিসেবে মুন্সিগঞ্জ গ্যারেজ বাজারে পথসভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ডিসেম্বর) বিকালে এ শোডাউনটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামী এর আমির মাওলানা হারুনার রশিদের সভাপত্তিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত গাজী নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মাইন উদ্দিন মাহমুদ,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের তরুণ সমাজ সেবক
মোল্লা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শোডাউনটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।
নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলামকে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।
শোডাউনে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পথ-সভাটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply