শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের পরপরই উপজেলা গোপালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিডোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় উপজেলা নকিপুর সরকারি হরিচরণ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক , উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির , থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান , পুলিশ পরিদর্শক(তদন্ত) পিয়ারউদ্দীন, সহ উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংস্কৃতিক সংগঠনে নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক।
Leave a Reply