শ্যামনগর উপজেলায় কৃষিনির্ভর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষিকদের মাঝে মিনা মুল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার(১৭ডিসেম্বর) সকাল ১১টায় কমিউক রিলিফ এর অর্থায়নে লিডার্স এর আয়োজনে ঈশ্বরীপুর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি,এম শফিউল আলম, উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান লিডার্সের প্রজেক্ট অফিসার মোছাঃশামিম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এস এম শফিউল্লাহ, ইউ পি সদস্যা ফরিদা পারভীনসহ এলাকায় সুধী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের এর উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সবজি বীজ বিতারণ কৃষি উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ আমরা আশা করি এর মাধ্যমে দেশে কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে।
Leave a Reply