সংবাদ শিরোনামঃ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল শ্যামনগরে কৃষিজমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন  ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী  সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে ৬ জেলে আটক করেছে বনবিভাগ দেবহাটায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত কয়রায় ২৩ একর জমির জিম্নায় থাকা ধান কেটে নেওয়ার পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে পথের জমি নিয়ে বিরোধে কুপিয়ে হ*ত্যা ১,আটক-৯ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ছাত্রশিবির এর বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার উদ্দোগ্যে বিক্ষোভ মিছিল
মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বুড়িগোয়ালিনীর সরদার ও গাজী বাড়ি একতা যুব সংঘের উদ্যোগে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বুড়িগোয়ালিনী গাবুরা বি জি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার মোঃ আল আমিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী গাবুরা বি জি কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু হোসেন এবং তরুণ সমাজসেবক জনাব হুমায়ূন কবির।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সরদার ও গাজী বাড়ি একতা যুব সংঘের সভাপতি মোঃ বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ আব্দুল হালিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়াবিদ জনাব মোঃ শহর আলী। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সরদার ও গাজী বাড়ি একতা যুব সংঘের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন হোসেন। ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন মোঃ অবাইদুল্লাহ।

দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনায় যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *