সংবাদ শিরোনামঃ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল শ্যামনগরে কৃষিজমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন  ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী  সুন্দরবনের হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে ৬ জেলে আটক করেছে বনবিভাগ দেবহাটায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত কয়রায় ২৩ একর জমির জিম্নায় থাকা ধান কেটে নেওয়ার পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে পথের জমি নিয়ে বিরোধে কুপিয়ে হ*ত্যা ১,আটক-৯ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ছাত্রশিবির এর বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার উদ্দোগ্যে বিক্ষোভ মিছিল
দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল

দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল

দেবহাটা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর সখিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আহসান হাবিব টুটুলের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আহসান হাবিব টুটুল। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী এবং সখিপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহিন আলমের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিএনপি নেতা হাফিজুর রহমানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. নিলয় আহম্মেদ সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আহছানউল্লা ঢালী, দেবহাটা জাতীয়তাবাদী মহিলা দলের মোছা. বিউটি পারভীন, দেবহাটা মহিলা শ্রমিক দলের সভাপতি মোছা. সাজু পারভীন, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. মোখলেছুর রহমান, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু প্রমুখ।অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা, উপজেলা বিএনপিসহ দেশব্যাপী নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সখিপুর বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান। দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *