সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন করেছৃন গ্রামিণ নারীরা

জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন করেছৃন গ্রামিণ নারীরা

 শ‍্যামনগর প্রতিনিধিঃ
আজ ১৫ অক্টোবর, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। প্রতিবছরের মতো এবার বিশ্বের বিভিন্ন দেশ নানান আয়োজনে দিবসটি পালন করছে।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ১৫ অক্টোবর রবিবার সকাল ১০ টায় বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিক’র সহায়তায় এবং উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির উদ্যোগে শ্যামনগর উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে  ‘জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীন নারীদের ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এ সময়ে উপকুলীয় জনগোষ্টীরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অর্ন্তভুক্তি চাই, কোন কাজ ছোট নয় নারী পুরুষের সমতা চাই, সমমজুরী নীতিমালা বাস্তবায়ন চাই, বৈষম্য নয় সকল ক্ষেত্রে সমতা চাই, পারিবারিক নারী নির্যাতন বন্ধে নীতিমালা বাস্তবায়ন চাই, ছেলে হোক মেয়ে হোক সবার খাবর একই হোক, গনপরিবহনে নারীদের আসন নিশ্চিত চাই,স্বাস্থ্য ঝুঁকি কমাতে লবন পানি মুক্ত কাজ চাই প্রভৃতি স্লোগান দেন।
মানববন্ধন কর্মসূচিতে জলবায়ু সংকটে গ্রামীন নারীর ক্ষতিপুরনের দাবি তুলে বক্তব্য রাখেন, জয়াখালী নারী সংগঠনের সভানেত্রী নাজমুননাহার, কালমেঘা নারী   উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অাকবর কবীর, কালমেঘা নারী সংগঠনের সভানেত্রী বনশ্রী, জেলে নারী কোহিনুর, বনজীবী শেফালী বেগম, কৃষানী অল্পনা রানী মিস্ত্রি, সুজাতা রানী,  জয়িতা প্রতিবন্ধী সংগঠনের অস্টমী মালো, কৃষক নেতা সিরাজুল ইসলাম,  কোস্টাল ইয়থ নেটওয়ার্কের রাইসুল, শম্পা রানী, ভুরুলিয়া ইউপি সদস্যা কুলসুম বেগম সহ প্রমুখ।
তারা বলেন যে, ‘আমরা নারী আমরাই পারি। বর্তমান সময়ে দেশের বিভিন্ন  ক্ষেত্রে নারীরা পদার্পন থাকলেও। বাস্তবিক্ষ পক্ষে নারীরা এখন অনেক পিছিয়ে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একজন নারী যে কিভ’মিকা রাখে তার হিসাব কেউ রাখে না। আমরা নারীরা আমাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্টা করতে চাই। প্রতিনিয়ত আবহাওয়া ও জলবায় পবির্তন হচ্ছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ও ভোগান্তির স্বীকার আমরা নারীরা। এখানে পানি থেকে শুরু করে খাদ্য সংগ্রহ পর্যস্ত প্রতিটি পর্যায়ে থাকছে নারীর বৈষম্য। দুর্য়োগের মাঝে টিকে থাকার জন্য তৈরি হচ্ছে নানান অবকাঠামো সেখানেই নারীকে মূল্যায়ন করা হয়নি। তাই আমরা চাই দুর্যোগের আশ্রয়ন কেন্দ্র, ইউনিয়ন পরিসদ, হাসপাতালে সকল ক্ষেত্রে হাইজিন ও ফিড কর্নার, সকল স্থানে নারী বান্ধব টয়লেট। এলাকাতে যেমন বাড়ছে সুপেয় পানির সংকট, তেমনি কমছে প্রাণবৈচিত্র্য। তৈরি হচ্ছে খাদ্য সংকট । বাড়ছে কর্মহীনতা এবং বাস্তভিটা বিচ্ছিন্ন জনগোষ্টীর সংখ্যা। আমরা উপকুলীয় নারীরা আমাদের অধিকার প্রতিষ্টা, আমাদের কাজের স্বীকৃতি সহ জলবায়ু সংকটের কারণে যে ক্ষতির স্বীকার হচ্ছি সেই ক্ষতিপুরনের দাবি জানাচ্ছি উন্নতদেশ গুলোর নিকট। সাথে গৃহস্থালী কাজে নারীর অবদানকে জাতীয় অর্থনীতিতে স্বীকৃতি জানান নীতিনির্ধারকদের কাছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড