এম আব্দুর রহমান বাবু বিশেষ প্রতিনিধিঃ
শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলহাজ্জ্ব এম এ জলিলের সহধর্মিনী ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছোট মাতা (মরহুমা) মেহেরুন্নেসা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।এমতাবস্থায় গত ইং ২ রা জুলাই রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি ৫ পুত্র ১ কন্যা জামাতা সহ পৌত্র পৌত্রী নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন। গতকাল সোমবার বাদ যোহর নকিপুর জমিদারবাড়ী ঈদগাহ ময়দানে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। দল মত নির্বিশেষে তার জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।তার মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
ছবি:বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন ডাক্তার এম এ জলিলের সহধর্মিনীর ও এমপি জগলুল হায়দার ছোট মাতার ইন্তেকাল । উক্ত জানাজার নামাজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
Leave a Reply