মোঃ আল আমিন রানা কয়রা থেকেঃ
খুলনা কয়রা থানার উত্তর বেদকাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাথরখালী গ্রামের (ক্লোজার) সংলগ্ন মোঃ শাহাবাজ মোল্লার ছেলে আবু হামজা নামে (১২) একটি শিশু ছেলের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে, রোজ মঙ্গলবার দুপুর ১২ঃ২০ মিনিটে একই গ্রামে পাশাপাশি তাহার নানাবাড়ি হওয়ায় মঙ্গলবার সকালে নানা বাড়িতে বেড়াতে আসে, পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় সে জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ও কিছুটা দৃষ্টি প্রতিবন্ধী ছিলো।
ভিকটিমের নানী সখিনা খাতুন তাহার নাতিকে পানিতে পড়ে থাকতে দেখে কান্নাকাটি করে লোকজন ডাকলে তার মামা মোঃ আলী হোসেন মৃতঃ অবস্থায় তাকে পানি থেকে মৃত উদ্ধার করে, পরবর্তীতে স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম (কারিম) কে খবর দিলে ঘটনা স্থানে এসে চেয়ারম্যান সাহেব এর শরণাপন্ন হয়ে কয়রা থানায় জানাইলে কয়রা থানার ওসি তদন্ত পাইক মোঃ টিপু সুলতান এর নেতৃত্বে ঘটনাস্থল তদন্ত করেন।
প্রশাসন কর্তৃক মৃত্যুর কারণ জানতে চাইলে তার মা,দাদি, নানি, সহ আত্মীয়-স্বজনরা সকলেই বলেন ছেলেটা দীর্ঘদিন যাবত মৃগী রোগাক্রান্ত ছিল এবং পাশাপাশি তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন মৃত্যুর কারণটা কারো কোন দায়বদ্ধতা বা সন্দেহ মূলক আছে কি-না এক বাক্যে সবাই উত্তর দিল দায়বদ্ধতা বা কারো দোষারোপ নাই।
ছেলেটি শান্ত ও নরম আকৃতির ছিল, পাশাপাশি নানা বাড়ি নিকটে হওয়ায় বেশিরভাগ সময় কাটাতো নানাবাড়িতেই, আর্থিক সহায়তা খুবই কম থাকার সত্বেও আদর যত্ন ও ভালবাসায় নানা বাড়িতেই বড় হয়েছে, এমন শিশুর মৃত্যুতে এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply