মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ মন্ডল (৩০) নামে এক যুবক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ড্যামরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত করতে পারেনি নিহতের স্বজনরা।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার রাতের খাওয়া শেষ করে প্রতিদিনের ন্যায় নিজের রুমে ঘুমাতে যায় বিকাশ। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও তার সাড়া পায়নি স্বজনরা। পরিবারের সদস্যরা তার শোয়ার ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় বিছানায় উপর পড়ে থাকতে দেখে বিকাশকে। পরবর্তীতে চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য চিকিৎসক এসে তাকে দেখে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বিকাশ অবিবাহিত ছিল। তবে আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে তার পরকীয়া প্রেম চলছিল।
পরকীয়ার জের ধরে সে আত্মহত্যা করতে পারে এমনটাই ধারণা করছে এলাকাবাসী।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply