সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের নলতা ইউনিয়ন জামায়াতের “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার কালিগঞ্জে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন দেবহাটায় শহীদ আসিফে’র কবর জিয়ারতে নবাগত ডিসি, এসপি অবৈধ দখলদারদের হাত থেকে মৎসঘের উদ্ধারের দাবিতে শ্যামনগরে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ দেবহাটার কুলিয়ায় বাস দূর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলো ৫০যাত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা প্রাইমারি স্কুলে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ  দেবহাটায় ঘেরের ভেড়িতে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষক
সাতক্ষীরা দৈনিক দৃষ্টিপাত পত্রিকা সম্পাদকের সহধর্মিনীর ২য় মৃত্যুবার্ষিকী দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা দৈনিক দৃষ্টিপাত পত্রিকা সম্পাদকের সহধর্মিনীর ২য় মৃত্যুবার্ষিকী দোয়া অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, শ্যামনগরের কৃতিসন্তান জি,এম নূর ইসলামের সহধর্মিনী প্রয়াত আনোয়ারা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে শ্যামনগর উপজেলার নূরনগরে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত আনোয়ারা বেগম ৫৭ বছর বয়সে গত ১৮ সেপ্টেম্বর ২০২১ সালে মৃত্যু বরণ করেন।

শুক্রবার (২২শে সেপ্টেম্বর) আছর নামাজ বাদ নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় মরহুমার বর্ণাঢ্য জীবন ও স্মৃতিচারণে বক্তব্য রাখেন অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওলানা আব্দুল হান্নান, নূরনগর পাবলিক লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মিশুক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, রামচন্দ্রপুর ঢালীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ সাইফুল ইসলাম, নূরনগর ত্রিমোনী মোড় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ আমিনুর রহমান, মৎস্য ব্যবসায়ী লাভলু মোল্লা, ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন, ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল মান্নান গাজী, মোঃ বাশারফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা, মরহুমা আনোয়ারা বেগম এর অনুপ্রেরণায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক প্রকাশক জিএন নূর ইসলাম এর উত্থান। বর্তমানে তার দৈনিক দৃষ্টিপাত পত্রিকা, দৃষ্টি মিনারেল ওয়াটার সহ সব কিছুতেই মরহুমা আনোয়ারা বেগমের অবদান। সকাল হলেই সকলের হাতে হাতে দেখা যায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকা। পত্রিকাটি আজ জেলা ছাড়িয়েও বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র আনোয়ারা বেগমের অনুপ্রেরণায়।আনোয়ারা বেগমের জান্নাতবাসী কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড