মুন্সিগঞ্জ( শ্যামনগর) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ বাজার থেকে সাতক্ষীরা গামী প্রাইভেট কারের ধাক্কায় গৃহবধূ কৌশল্লা রানী মন্ডল (৫০) নিহত। নিহত গৃহবধূর স্বামী সূর্য্য কান্ত মন্ডল জানান আজ সন্ধ্যা ৭ টার সময় বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কার এসে ধাক্কা দেয় । সাথে সাথে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । তার মধ্যে প্রাইভেট কারটি দূর্ত চালিয়ে ঘটনা স্থান তাগ করেন । সংশ্লিষ্ট ইউপি সদস্য হরিদাস হালদার বলেন প্রাইভেট কারটি রোগী নিয়ে যাচ্ছিল দুরন্ত গতিতে, সেই অবস্থায় সন্ধ্যা সাতটায় দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার এ এস আই লিয়াকাত হোসেন জানান ঘাতক গাড়িটি শ্রীফলকাটী এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় পাশ থেকে আটক করেছে স্থানীয়র। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনার স্থলে পৌঁছেছে।
Leave a Reply