নিজস্ব প্রতিবেদকঃ
রাজাপুর গ্রামবাসী ও বাজার কমিটির আয়োজনে ত্যাগী পুরুষ হবু পাগলের স্মরণে ১৭ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয় রাজাপুর বাজারে। ৩ ফেব্রুয়ারী ২০২৩ ইং শনিবার বিকেল ৪ টায় মিলাদ ও সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে লালন সংগীতানুষ্ঠান শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম আহবায়ক পীরজাদা মো: রফিকুল ইসলাম (রফিক) সাহেব। উপস্থিত ছিলেন চৌহাট ইউনিয়ন এর মেম্বার ডাবলু খান, দৈনিক ভোরের আওয়াজের স্টাফ রিপোর্টার সাংবাদিক সাঈদ আল মামুন লিংকন, বিশিষ্ট ব্যবসায়ী সামি ডেকোরেটর এর প্রো: সাইফুল ইসলাম খান, রহুল আবিদ খান ইমরুল, এ কে কে কাশেম খান দুদাল।
আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিখ্যাত লালন শিল্পী গোষ্ঠী, ভক্তবৃন্দ ও এলাকাবাসী।
সঞ্চালনায় ছিলেন খান সাজু।
Leave a Reply