১০ ই মার্চ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে সিসিআরসি ও ইয়ুথ গ্রুপের আয়োজনে সিসিডিবি সংস্থার সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(১০ই মার্চ ২০২৪) বিকেল তিন টায় আলাউদ্দিন মার্কেট প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়, এবং র্যালি শেষে দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মাট সোনার বাংলা গড়বো, এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন বুড়িগোয়ালিনী আট নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, সিসিআরসি এর সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক সহর আলী সরদার, সাতক্ষীরা ইয়ুথ নেটের ইমাম হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিসিডিবি সংস্থা এর উপজেলা সমন্বয়ক সুজন কুমার, সিসিআরসি এর সকল সদস্য সহ ইয়ুথ গ্রুপের সদস্য গণ, সহ সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্পের মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার ও কংকন বৈরাগী ও অখিল মণ্ডল।
Leave a Reply