উপকূলীয় প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা এর ৯ নম্বর সোরার হরিষখালী হতে পার্শ্বেমারী খেয়াঘাট পযর্ন্ত ৩ হাজার মিঃ স্থানীয় সরকার প্রকৌশলী শ্যামনগর সাতক্ষীরা এর বাস্তবায়ন কৃত রাস্তাটিতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয়দের এ অভিযোগ শিকার করেন ঠিকাদার কর্তৃপক্ষ।
সরজমিনে যেয়ে দেখা যায় এইচবিবি রাস্তা টিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট।
এবিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলীর সাথে কথা বললে তিনি ঠিকাদারের সাথে কথা বলতে বলেন।
ঠিকাদার প্রতিষ্ঠান ঃ মোঃ আব্দুল হাকিম,কালিগঞ্জ,সাতক্ষীরা এর দায়িত্বে থাকা আব্দুল হাকিমের জামাতা এর কাছে নিম্নমানের ইট ব্যবহার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ২০ হাজার ইটের মধ্যে ৫ হাজার ইট একটু খারাপ হয়েছে, তবে তিনি বলেন এর পর থেকে এ ধরনের ইট ব্যবহার করা হবে না।
এইচ বিবি রাস্তা টি গত ১৭ফেব্রয়ারী ২৩ তারিখে শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেন রাস্তাটি ভালো মানের ইট দিয়ে কাজ করা হোক।
Leave a Reply