সংবাদ শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫  শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে   কালিগঞ্জে আ’লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত চুনকুড়ি টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদারের ওপর সন্ত্রাসীদের হামলায় থানায় জিডি দেবহাটায় কুলিয়ায় গ*লা*য় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা করেছে এক দিনমজুর তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে দেবহাটা উপজেলা বিএনপি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়-হতদরিদ্র ১৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ  কালিগঞ্জের দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন জুলফিকার সভাপতি মোতাহার সম্পাদক সুন্দরবনে হরিণ শিকারী তৎপরতা বেড়ে গেছে এমন খবরে বনবিভাগ জেগেবসেছে
অনুধ্য ১৬ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলবেন নেপালের বিপক্ষে শ‍্যামনগরের সাথী মুন্ডা

অনুধ্য ১৬ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলবেন নেপালের বিপক্ষে শ‍্যামনগরের সাথী মুন্ডা

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ
শ‍্যামনগর বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডিমের খেলোয়ার সাথী মুন্ডা বুধবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল দশটায় বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়ার হয়ে নেপালে গেছেন।
বাংলাদেশের হয়ে ৯ নং জার্সি গায়ে নেপালের বিপক্ষে মাঝ মাঠে ফুটবল গড়াবেন সাথী মুন্ডা।
সাথী মোন্ডার ফুটবল কোর্স নীলডুমুর বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লার কাছে জানতে চাইলে,
 মাসুম বিল্লাহ বলেন বহুদিনের স্বপ্ন ছিল ফুটবল একাডেমি তৈরি করে দেশ-বিদেশের মাঠে আমাদের একাডেমীর প্লেয়ারাই খেলবে, ঠিক তেমনি আজ আমার আশা পূরণ হয়েছে শ্যামনগর বুড়িগোয়ালিনী দাঁতিনা খালী আদি বাসী(মুন্ডা) গ্রামের প্রদীপ মুন্ডার মেয়ে সাথী মুন্ডা দেশের গোন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ন‍্যাশনাল টিমের ৯নং জার্সি পরে মাঝ মাঠে খেলবেন সে।
এবিষয়ে সাথীর বাবা প্রদীপ মুন্ডার কাছে জানতে চাইলে প্রদীপ বলেন ছোট বেলা থেকে সাথীর ফুটবল খেলতে খুবই ইচ্ছে ছিল।
তাই আমি খেয়ে না খেয়ে আমার মেয়েকে ফুটবল খেলতে সহযোগিতা করে আসছি।
 বেসিক এ‍কাডিমের হয়ে বিভিন্ন মাঠে ফুটবল খেলেছে সাথী, তবে বাংলাদেশ ন‍্যাশনাল টিমে চান্স পাওয়ার পরে আজ দেশ পেরিয়ে বিদেশের মাটিতে খেলবে আমার মেয়ে এটা শুনে আমি খুবই খুশি হয়েছি।
প্রদীপ মুন্ডা দেশের সকল মানুষের কাছে মেয়ে সাথীর জন‍্য দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড