চলনবিল পাবনা প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
তুমি কবিতায় অপ্সরা-
তুমি অনন্যা অধরা,
তুমি যাচিত প্রেরণা-
তুমি আকাংখার সীমানা!
তুমি বীণার ঝংকার-
তুমি প্রত্যাশার আকার,
তুমি উচ্ছাসিত অনুভূতি-
তুমি অনবদ্য সম্প্রীতি!
তুমি বিমোহিত কলতান-
তুমি সাম্যের জয়গান,
তুমি কবির কবিতা-
তুমি কালের সভ্যতা!
তুমি অগ্নিবীণার কথা-
তুমি এ মনেরও মিতা,
তুমি হৃদয়ের রানী-
তুমি আমার চিরদিনী!
তুমি ইতি-আদি অন্ত-
তুমি যাচিত বসন্ত,
তুমি বর্ষার প্রতিচ্ছবি-
তুমিইতো প্রেমের কবি!
তুমি তুলনায় তুমি-
তুমি এ হৃদয়ের জমি,
তুমি মায়াবী কন্যা-
তুমি ভালোবাসায় অনন্যা!
(চলবে……)
Leave a Reply