উপকূলীয় অঞ্চল শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার শ্রীফলকাটী গ্রামের মৃত মাওলা গাজীর ছেলে ছয় সন্তানের জনক শুকুর আলী গাজী (৭০) শনিবার সন্ধ্যায় নিজ ধান ক্ষেতে ইঁদুর মারতে যেয়ে নিজের পাতানো বৈদ্যুতিক তারে মৃত্য বরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েক দিন যাবত ধান ক্ষেতে ইদূরের উৎপত বেড়ে যাওয়ায়।
ধান গাছ বাঁচাতে কৃষক শুকুর আলী বৈদ্যুতিক তার দিয়ে ইঁদুর মারতে যেয়ে নিজেই মারাগেলেন। সন্ধ্যার সময় নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গেছে বলে পারিবারিক সূত্রে জানা যায়, কিন্তু ধানক্ষেতে ইঁদুর পড়েছে কিনা দেখতে গিয়েছিল সেটা কেউ বলতে পারেনা রাত ৯ টার দিকে খোঁজাখুঁজি শুরুর পরে ধানক্ষেত থেকে তার মৃত্যু দেহটি উদ্ধার করে।
স্থানীয়রা অনেকে অভিযোগ করে বলেন অবৈধভাবে সংযোগ নিয়ে ধান ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে তার রাখে ইঁদুর মারার জন্য,গত বছর একই ভাবে মারা গেছেন স্থানীয় এক কৃষক।
Leave a Reply