শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা
চকবারা অমর স্মৃতি সংঘ আয়োজিত এবং সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন কতৃক পরিচালিত মাসব্যাপী ১৬ দলীয় আন্ত:ইউনিয়ন “অমর স্মৃতি প্রিমিয়ার মিনি-বার ফুটবল টুর্নামেন্ট” –২০২৩,সিজন–৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
২৮জুলাই/২০২৩ শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে চকবারা অমর স্মৃতি সংঘের নির্দ্ধারিত মাঠে।
ফাইনাল খেলায় জোর প্রতিদ্বন্দ্বীতা করেন শক্তিশালী চকবারা অমর স্মৃতি সংঘ
অপর দিকে ছিলেন
গাবুরা সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন।
১৬ দলীয় মিনি ফুটবল খেলায় সভাপতিত্ব
করেন রুহুল কুদ্দুস।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহ্বায়ক চকবারা অমর স্মৃতি সংঘ,
জি,এম আবিয়ার রহমান ,
৫ নম্বর ওয়ার্ডের ইউ পি সদস্য মশিউররহমান ইয়াসিন,
৭.৮.৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ ফরিদা খাতুন
গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহ আল মামুন,গাবুরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি
মোঃ বখতিয়ার আহমেদ ,
সেক্রেটারী আসাদুজ্জামান বাচ্চু,
বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মিস্ত্রি , এস এম আবুল কাশেম প্রমূখ।
ধারাভাষ্যকার হিসেবে আব্দুস সামাদ আজাদ,গাজী মুহিব,
আসাফুর রহমান।
,সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার ফরহাদ হোসেন।
খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন স্যোশাল ব্রাইড ফাউন্ডেশন ,রানাসআপ
অমর স্মৃতি সংঘ।
খেলার ম্যান অফ দ্যা ম্যাচ জাহাঙ্গীর আলম জয় ।
খেলাটি পরিচালনা করেন
এম এম মাসুম বিল্লাহ আযাদ ।
Leave a Reply