উৎপল মণ্ডল,শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সহিত অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মহসিনা খাতুন(১৯) নামের এক নারী আত্মহত্যা করেছে। বুধবার (২৪ মে) রাত ১২টার দিকে উপজেলার ঘোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে আলামিন হোসেনের স্ত্রী ও মোঃ রেজাউল সরদারের কন্যা।
থানা সূত্রমতে, পরিবারের কাছে খবর পেয়ে শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরৎহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন। শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান আছে।
Leave a Reply