স্টাফ রিপোর্টার
কালিগঞ্জ পুকুরে সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে আছাদুর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩মে) উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। নিহত যুবক ঐ এলাকার আজবাহার কারিকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে আসাদুল কারিকর পুকুরে দাঁত ব্রাশ করতে যায়, কিন্তু সে আর ফিরে আসেনি। একপর্যায়ে তাকে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকে। তার পিতা আজবাহার কারিকর বেলা ১১ টার দিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে এবং সে দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিল। এক পর্যায়ে পানিতে আসাদুলের লাশ ভাসতে দেখে দ্রুত কালিগঞ্জ থানাকে অবহিত করা হয়।
এ বিষয়টি কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব পান্নু সাংবাদিকদের জানান, নিহত আসাদুর কারিকর দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply