মাসুদ পারভেজঃ
কালিগঞ্জে হাসান গাজী (১৪) নামে স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ কক্ষের দরজা বন্ধ করে বিষপান করে হাসান। ৪ টার দিকে ঘরের ভিতরে অচেতন অবস্থায় হাসানকে দেখতে পেয়ে দ্রুত নলতা চৌমুহনীতে অবসরপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার শংকর কুমার পালের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বুধবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ নলতার কদমতলায় অবস্থিত নানা শাহাজান কারিকরের বাড়িতে রয়েছে। স্কুলছাত্র হাসান গাজী কী কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।
Leave a Reply