শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগরে উপজেলার বিদ্যুৎ স্পর্শে মোঃ সাত্তার সরদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বে খালি গ্রামের মরহুম আইজুদ্দিন সরদার এর পুত্র মোঃ সাত্তার সরদার (৫৫)।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বৈদ্যুতিক মটরের মাধ্যমে বোরো ধানের খেতে পানি দিচ্ছিল ঠিক সেই সময় আকস্মিকভাবে বিদ্যুৎ স্পর্শে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, পাশ্বে খালি গ্রামের মরহুম আইজুদ্দিন সদ্দার এর পুত্র মোঃ সত্তর সরদ্দার বোরো ধানের ক্ষেতে পানি দিচ্ছিল পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন।
তার মৃত্যু কালে রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান রয়েছে। তারা আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মতন চলছে।
Leave a Reply