সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে জামায়াত ইসলামীর যুব ইউনিয়ন টিমের সম্মেলন অনুষ্ঠিত শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহ ৩ কেজি গাজা সহ এক মাদক কারবারী গ্রেফতার শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর ফলোআপ – যুবক হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন – ১জনকে আটক করেছে শ্রীমঙ্গল পুলিশ শ্যামনগরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শ্যামনগরে বিশ্ব খাদ্য দিবসে অচাষকৃত শাকের রান্না প্রতিযোগিতা কালিগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা   গণঅধিকার পরিষদ (জিওপি) মৌলভীবাজার জেলা’র ১ম কাউন্সিল সম্পন্ন কোডেকের বছরব্যাপী বসতবাড়ি ও মাঠ পর্যায়ে সবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ বিষয়ক প্রশিক্ষণ
১৭৩ নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও স্কুল ব্যাগ বিতরণ

১৭৩ নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও স্কুল ব্যাগ বিতরণ

 

আল-হুদা মালী, নিজস্ব প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনীর পর্যন্ত ৩৭৯ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ই জানুয়ারি) সকাল ১০টার সময় জিপিই, বিশ্বব্যাংক, ইউনিসেফ,COVID-19 স্কুল সেক্টর রেসপন্স (CSSR) প্রকল্প এর সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জি,এম আমজাদ হোসেন।

প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদ্যালয়ের পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, শিক্ষিক হাফিজুর রহমান, আজিবার মালী, হাকিম শেখ, মতিয়ার মালী, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন (মন্টু) মহিবুল্লাহ, সহ শিক্ষার্থীদের অভিভাবকগণ।

স্কুল ব্যাগ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আল-হুদা মালী বলেন, তোমরাই হলে আগামী দিনের ভবিষ্যৎ। তাই তোমাদের ঠিকমত লেখা-পড়া করে মানুষের মত মানুষ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং মা-বাবা শিক্ষাক-শিক্ষিকাদের সম্মান করতে হবে। কখনো তাদের অবাধ্য হবেনা।

অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয়ের পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন, একটি গাছকে যেমন ঠিকঠাক মত পরিচর্চা করলে, যত্ন নিয়ে সেই গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে। ঠিক তেমনি আপনারা যদি এখন থেকেই ওদের ঠিকঠাক মত পরিচর্চা করেন, যত্ন নেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস ওরা কখনো পথভ্রষ্ট হবেনা, ওরা মানুষ হবেই। এবং ওরা মানুষ হয়ে এ সমাজ ও এ দেশের জন্য গৌরব বয়ে আনবে। তাই ওদের প্রতি খেয়াল রাখার জন্য আমি আপনাদের তথা সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক বলেন, ১৭৩নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ছাত্র-ছাত্রীদের GPE,THE WORLD BANK,unicef, COVID-19 স্কুল সেক্টর রেসপন্স (CSSR) প্রকল্প এর পক্ষ থেকে ৩৭৯টি স্কুল ব্যাগসহ খাতা-কলম ও অন্যান্য সামগ্রী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হয়েছে। এ সময় তিনি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড