সংবাদ শিরোনামঃ
খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত কুলাউড়ায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ – মারধর করে আসামি ছিনতাই আটুলিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে নিহত গোপালের বাড়ি পরিদর্শন ও সমবেদনা প্রকাশ নাগরিক কমিটির শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে–একান্ত সচিব মাহবুব আলম কালিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগর অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন কে গ্রেপ্তার করেছে পুলিশ  বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন 
কালিগঞ্জে জামায়াত ইসলামীর যুব ইউনিয়ন টিমের সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জে জামায়াত ইসলামীর যুব ইউনিয়ন টিমের সম্মেলন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

আমাদের প্রত্যয় একটাই, আল্লাহর পথে মোরা চলবোই নিকষ কালিমা ভরা আঁধারে ধ্রুবতারা জ্যাতি হয়ে জ্বলবোই এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যুব ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি- সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারী ও যুব বিভাগ সভাপতি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ জামাল ফারুক এর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা
সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি ও শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ। এ সময় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব ইউনিয়নের বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি শেখ আব্দুর রহিম, মথুরেশপুর ইউনিয়নের যুব বিভাগের নাজমুল ইসলাম, রতনপুর ইউনিয়নের আমিনুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের আমিরুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের কামরুজ্জামান, তারালী ইউনিয়নের আবু তাহের মোঃ সেলিম, নলতা ইউনিয়নের মোঃ আহাদুজ্জামান, মথুরেশপুর ইউনিয়ন ছাত্র শিবিরের নাজমুল হুদা, কৃষ্ণনগর ইউনিয়ন আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুর রহমান, সাবেক ছাত্র শিবিরের সভাপতি আজগার আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা আজাহারুল ইসলাম, ছাত্রনেতা বেলাল হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও প্রত্যায় গ্রুপের এমডি সিরাজুল ইসলাম, যুব বিভাগের রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের টিম সদস্য আশরাফ হোসেন, সাবেক ছাত্রশিবির নেতা হাসানুজ্জামান রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল গাফফার। এসময় বক্তারা বলেন জুলুম অত্যাচার,গুম, খুন অন্যায় অবিচারের মাধ্যমে দীর্ঘ ১৬ টি বছর পর আমরা নতুন করে স্বাধীনতা জয়লাভ করেছি কিন্তু কোনভাবেই আমরা মনবল হারায়নি এ জন্য আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতা অসহযোগ আন্দোলনে
গত ০৫ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী অসহযোগ ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিবাদী স্বৈরাশাসক শেখ হাসিনা। তার বাবার মত দেশে একনায়কতন্ত্র, বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল কিন্তু কোন ভাবেই ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা সেটা কায়েম করতে পারিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে গেলে মুক্তিকামী ছাত্র জনতাসহ এ দেশের মানুষ আরেকবার স্বাধীনতা জয়লাভ করে। এখন সময় এসেছে আগামীতে এই যুব বিভাগ পারে সমাজকে পরিবর্তন করতে। তাই প্রতিটি ইউনিয়ন/ ওয়ার্ড যুব বিভাগের দায়িত্বশীল লোকজন ইমামদের মতো প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার একান্ত্য কর্তব্য এই দায়িত্ব পালন করার জন্য একযোগে সকলকে আহবান জানান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, যারা আহত হয়েছেন যারা এখন হাসপাতালে বিছানায় রয়েছে আল্লাহতালা তাদের দ্রুত সুস্থতা দান করেন আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, সদস্য ফজলুল হক, শেখ আল নুর আহমেদ ঈমন ও আব্দুস সাত্তার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড