সাতক্ষীরার শ্যামনগর দিন ব্যাপী সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৬ই অক্টোবর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ও লিডার্সের সহযোগিতায় শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে দিন ব্যাপী সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ৪০জন সাংবাদিক।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার সঞ্জীব দাশ। প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় বিকাল সাড়ে তিন টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার আব্দুস সামাদ, বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মধু, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি বিপ্লব প্রমুখ।
Leave a Reply