উৎপল মণ্ডল,ভূরুলিয়া(শ্যামনগর)প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শক্তি শেখর চক্রবর্তী স্টোক জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) আনুমানিক ১০.৪০ মিনিটে শ্যামনগর সদর হসপিটালে তার মৃত্যু হয়। সকালের তার নিজ বাড়িতে স্টোক করলে তাকে শ্যামনগর হসপিটালে নিয়ে আসা হয় কিন্তু কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাৎক্ষণিক প্রয়াত শক্তি চক্রবর্তীর বাড়িতে ছুটে যান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ নাথ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মন্ডল সহ উপজেলা আওয়ামিলীগের সকল নেতৃবৃন্দ।
Leave a Reply