সংবাদ শিরোনামঃ
সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ  কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে
মাহফুজার আর ঠাই হ‌চ্ছে না উন্নয়নমুখী গাবুরায়

মাহফুজার আর ঠাই হ‌চ্ছে না উন্নয়নমুখী গাবুরায়

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ
প্রগতিশীল সমাজ ব‌্যবস্থায় কর্মজীবনে নারীরা এগিয়ে গেলেও প্রত‌্যান্ত এলাকার নারীরা এখ‌নও পি‌ছিয়ে। সল্প শিক্ষা আর প‌রিবারের কর্তা‌বিয়োগ হওয়ার কারণে সন্তান ও প‌রিবার নিয়ে ক‌ঠিন মানবেতর জীবন যাপন ক‌রছে কত নারী তার হিসাব আধু‌নিক সমাজ ব‌্যাবস্থা রাখে না।
মাহফুজা খাতুন গাবুরার ৯ নং সোরা গ্রা‌মের খোলপেটুয়া নদী চরের একজন বা‌সিন্দা। স্বামী প‌রিত‌্যাক্তা নারী‌ মাহফুজা একমাত্র নাতীকে নিয়ে থাকে ঝুুঁপ‌ড়ি ঘ‌রে। পিতা মৃত আনছার শেখ। ২ ছে‌লে ১ মেয়ে সবাই একে একে তা‌কে ফেলে চলে গেছে প‌রিবার নিয়ে। এখন আর তারা তার খবর নেয় না। একসময় নদী ও সুন্দরবনে মাছ ধরেও  সন্তানদের নিয়ে স্বর্গসু‌খে ছিল এই কু‌ঠিরে।
 শিশু কালে কখনো স্কুলে পড়তে পা‌রি‌নি ৪৫ বছর বয়সী মাহফুজা। নামতা বইয়ের গনীতের হিসাব বোঝেনা ঠিকই কিন্তু গাঙে নেটজাল টে‌নে ধরা রেনু গণনায় বড্ড পাঁকা সে। ক‌ঠিন দা‌রিদ্রতার বিরু‌দ্ধে লড়াই করতে করতে এই খোল‌পেটুয়ার চরে কাঁটছে তার শৈশব, কৈশরসহ বাকী জীবন। উন্নত জীবনের সপ্ন দেখা তো দূরের কথা দুমুঠো খেয়ে বাঁচতে চায় মাহফুজার মত নারীরা। কিন্তু বন্ধ রেনু ধরা,নেই জনমুজুরী কি করবে সেটাই ছিল ভাবনার।
হঠাৎ আরও ক‌ঠিন দূ‌র্বিপাকে পড়তে হয় তার। বাল‌্যকাল থেকে যে মা‌টিটুকু আট‌কিয়ে ঝড় জলচ্ছা‌সের সাথে লড়াই করে বেঁচে ছিলো আজ সেটাও ছাড়তে হবে। গাবুরায় হ‌বে টেকশঁই বে‌ড়িবাঁধ। কিন্তু মাহফুজারা যাবে কোথায়। ভাগ্যের নির্মম প‌রিহাস গাবুরা ছেড়ে যেতে হবে তার । উন্নত হ‌বে ইউনিয়ন কিন্তু মাহফুজা‌দের ঠাই নাই এক বিন্দু সেই মডেল গাবুরায়।প‌রিবারের নেই তিলঠাই জ‌মিজমা।
 তবে কি উপায় হবে এরকম প‌রিবার গু‌লোর। ঘরে চাউল নাই রান্না হয় না সব দিন। ৬ মার্চ বুধবার সকালে কথা হয় মাহফুজার সা‌থে। খোলা আকাশের নীচে চুলা জ্বালা‌তে জ্বালা‌তে নি‌জের ক‌ষ্টের কথাগু‌লো নি‌জেই বল‌ছিলেন এই জীবন যুদ্ধে টিকে থাকা নারী।
মাফুজার মতো ভূমিহীন অনেক পরিবারের ছাড়তে হচ্ছে নিজের জন্মভূমি।গৃহহীন হতে হচ্ছে এসমস্থ নিরহ পরিবারের।
সরজমিনে যেয়ে দেখাযায় বুধবার দূপুরের রুদ্রে পড়ে যাচ্ছে তাদের ঐ মলিন মুখ, তার পরে ও ঘর বাড়ী ভাঙচুরের কাজে দূপুরে রান্না করা হলোনা তাদের।
আট বছর বয়সী মেয়ে রমিছা এর কাছে দূপুরে খাওয়া হয়েছে কি না জানতে চাইলে রমিছা কাঁদ কাঁদ হয়ে বলে দূপুর হয়ে গেছে তবুও মা ভাত রান্না করতে যায়নি,আমার খুব ক্ষুদা লেগেছে, ঘরে নেই কোন খাবার, রমিছার মুখ টি খুবই মলিন হয়ে আছে, এমন ভাবে দিন কাটছে হাজার  ও গাবুরার  অসহায় পরিবারের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড