সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত দুই সদস্যের স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত ইকরা একাডেমীর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন ও ২য় টাকি অনুষ্ঠানের উদ্দেশ্যে মতবিনিময় সভা  সাতক্ষীরা জেলা তরুন দলের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন  আটুলিয়া ইউনিয়নে ১৫ টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৩,০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি বিতরণ  কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি”র অফিস উদ্বোধন রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সিসিডিবির জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে এনজিও গনমাধ্যমকর্মী ও ইউ পি সদস্যদের সাথে মতবিনিময় সভা ভূমিদস্যুদের হাত থেকে ভূমিহীনদের জায়গায় ফেরত ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে মানববন্ধন 
মাহফুজার আর ঠাই হ‌চ্ছে না উন্নয়নমুখী গাবুরায়

মাহফুজার আর ঠাই হ‌চ্ছে না উন্নয়নমুখী গাবুরায়

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ
প্রগতিশীল সমাজ ব‌্যবস্থায় কর্মজীবনে নারীরা এগিয়ে গেলেও প্রত‌্যান্ত এলাকার নারীরা এখ‌নও পি‌ছিয়ে। সল্প শিক্ষা আর প‌রিবারের কর্তা‌বিয়োগ হওয়ার কারণে সন্তান ও প‌রিবার নিয়ে ক‌ঠিন মানবেতর জীবন যাপন ক‌রছে কত নারী তার হিসাব আধু‌নিক সমাজ ব‌্যাবস্থা রাখে না।
মাহফুজা খাতুন গাবুরার ৯ নং সোরা গ্রা‌মের খোলপেটুয়া নদী চরের একজন বা‌সিন্দা। স্বামী প‌রিত‌্যাক্তা নারী‌ মাহফুজা একমাত্র নাতীকে নিয়ে থাকে ঝুুঁপ‌ড়ি ঘ‌রে। পিতা মৃত আনছার শেখ। ২ ছে‌লে ১ মেয়ে সবাই একে একে তা‌কে ফেলে চলে গেছে প‌রিবার নিয়ে। এখন আর তারা তার খবর নেয় না। একসময় নদী ও সুন্দরবনে মাছ ধরেও  সন্তানদের নিয়ে স্বর্গসু‌খে ছিল এই কু‌ঠিরে।
 শিশু কালে কখনো স্কুলে পড়তে পা‌রি‌নি ৪৫ বছর বয়সী মাহফুজা। নামতা বইয়ের গনীতের হিসাব বোঝেনা ঠিকই কিন্তু গাঙে নেটজাল টে‌নে ধরা রেনু গণনায় বড্ড পাঁকা সে। ক‌ঠিন দা‌রিদ্রতার বিরু‌দ্ধে লড়াই করতে করতে এই খোল‌পেটুয়ার চরে কাঁটছে তার শৈশব, কৈশরসহ বাকী জীবন। উন্নত জীবনের সপ্ন দেখা তো দূরের কথা দুমুঠো খেয়ে বাঁচতে চায় মাহফুজার মত নারীরা। কিন্তু বন্ধ রেনু ধরা,নেই জনমুজুরী কি করবে সেটাই ছিল ভাবনার।
হঠাৎ আরও ক‌ঠিন দূ‌র্বিপাকে পড়তে হয় তার। বাল‌্যকাল থেকে যে মা‌টিটুকু আট‌কিয়ে ঝড় জলচ্ছা‌সের সাথে লড়াই করে বেঁচে ছিলো আজ সেটাও ছাড়তে হবে। গাবুরায় হ‌বে টেকশঁই বে‌ড়িবাঁধ। কিন্তু মাহফুজারা যাবে কোথায়। ভাগ্যের নির্মম প‌রিহাস গাবুরা ছেড়ে যেতে হবে তার । উন্নত হ‌বে ইউনিয়ন কিন্তু মাহফুজা‌দের ঠাই নাই এক বিন্দু সেই মডেল গাবুরায়।প‌রিবারের নেই তিলঠাই জ‌মিজমা।
 তবে কি উপায় হবে এরকম প‌রিবার গু‌লোর। ঘরে চাউল নাই রান্না হয় না সব দিন। ৬ মার্চ বুধবার সকালে কথা হয় মাহফুজার সা‌থে। খোলা আকাশের নীচে চুলা জ্বালা‌তে জ্বালা‌তে নি‌জের ক‌ষ্টের কথাগু‌লো নি‌জেই বল‌ছিলেন এই জীবন যুদ্ধে টিকে থাকা নারী।
মাফুজার মতো ভূমিহীন অনেক পরিবারের ছাড়তে হচ্ছে নিজের জন্মভূমি।গৃহহীন হতে হচ্ছে এসমস্থ নিরহ পরিবারের।
সরজমিনে যেয়ে দেখাযায় বুধবার দূপুরের রুদ্রে পড়ে যাচ্ছে তাদের ঐ মলিন মুখ, তার পরে ও ঘর বাড়ী ভাঙচুরের কাজে দূপুরে রান্না করা হলোনা তাদের।
আট বছর বয়সী মেয়ে রমিছা এর কাছে দূপুরে খাওয়া হয়েছে কি না জানতে চাইলে রমিছা কাঁদ কাঁদ হয়ে বলে দূপুর হয়ে গেছে তবুও মা ভাত রান্না করতে যায়নি,আমার খুব ক্ষুদা লেগেছে, ঘরে নেই কোন খাবার, রমিছার মুখ টি খুবই মলিন হয়ে আছে, এমন ভাবে দিন কাটছে হাজার  ও গাবুরার  অসহায় পরিবারের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড