বাংলাদেশের শেষ জনপদ সাতক্ষীরা জেলার দ্বীপ ইউনিয়ন “গাবুরা ” অতীতে প্রাকৃতিক দুর্যোগ আর বেড়িবাঁধ নিয়ে এই উপকুলীয় এলাকার দ্বীপ ইউনিয়নটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত, মানুষের প্রাণের দাবি ছিল টেকসই বেড়িবাঁধ,
একটাই শ্লোগান এখানকার বসবাসরত মানুষের মুখে ” ত্রাণ চাই না
টেকসই বেড়িবাঁধ চাই “
তবে বেশ কিছু মানুষের অভিযোগ তাদের ভিটা বাড়ির উপর দিয়ে রাস্তা হওয়ার কারণে এই অসহায় মানুষের মাথা গুজবার ঠাইনাই।অসহায় পরিবারের দাবী সরকারের কাছে তাদের মাথাগুজবার ঠাই করে দিতে হবে।
Leave a Reply