প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২২, ১০:০৪ এ.এম
ভিটামাটি হারিয়ে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে।ভিডিও
রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধিঃ
দ্বীপ ইউনিয়ন গাবুরা, এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ।
বাংলাদেশের শেষ জনপদ সাতক্ষীরা জেলার দ্বীপ ইউনিয়ন "গাবুরা " অতীতে প্রাকৃতিক দুর্যোগ আর বেড়িবাঁধ নিয়ে এই উপকুলীয় এলাকার দ্বীপ ইউনিয়নটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত, মানুষের প্রাণের দাবি ছিল টেকসই বেড়িবাঁধ,
একটাই শ্লোগান এখানকার বসবাসরত মানুষের মুখে " ত্রাণ চাই না
টেকসই বেড়িবাঁধ চাই "
তবে বেশ কিছু মানুষের অভিযোগ তাদের ভিটা বাড়ির উপর দিয়ে রাস্তা হওয়ার কারণে এই অসহায় মানুষের মাথা গুজবার ঠাইনাই।অসহায় পরিবারের দাবী সরকারের কাছে তাদের মাথাগুজবার ঠাই করে দিতে হবে।
https://youtu.be/UiK1IPJ5ihg
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫